Advertisement
Advertisement
Ranvir Singh

ডিপফেক ভিডিওর পাল্লায় পড়ে নাজেহাল রণবীর সিং, বাধ্য হয়ে মুখ খুললেন অভিনেতা?

কী বললেন অভিনেতা?

Ranvir Singh reaction on Deepfake video
Published by: Akash Misra
  • Posted:April 20, 2024 10:03 am
  • Updated:April 20, 2024 10:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে আমির, তারপর রণবীর সিং। ভোটের বাজার গরম করতে হঠাৎই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বলিউড নায়কদের ডিপফেক ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল কোনও এক নির্দিষ্ট দলের হয়ে প্রচার করছেন রণবীর সিং ও আমির খান। বলিউডের এই দুই নায়ককে যে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন, তা বুঝতে দেরি হয়নি। এই নিয়ে আগেই মুখ খুলেছেন আমির খান। স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের হয়েই প্রচার করেননি, ভাইরাল ভিডিওটি আসলে ভুয়ো। আর এবার ডিপফেক নিয়ে মুখ খুললেন রণবীর সিং। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সাবধান করলেন তিনি।

বেনারসের ঘাটে বসে মোদি বিরোধী কথা বলছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। এরকমই এক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ডিপফেক ভিডিও নিয়েই রণবীর সিং সোশাল মিডিয়ায় বললেন, ”বন্ধুরা ডিপফেক ভিডিও থেকে সাবধান!”

Advertisement

[আরও পড়ুন: ‘লাভ সেক্স ধোঁকা’ নয়, মারণফাঁদের ভিন্ন গল্প বললেন পরিচালক দিবাকর, পড়ুন রিভিউ]

যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সেখানে নমোকে কটাক্ষ করে রণবীরকে বলতে শোনা যায়, “মোদিজীর একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদযাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি… আমাদের দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।”

[আরও পড়ুন:  প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার? ভাইরাল ছবি নিয়ে প্রশ্ন উঠতেই বড় তথ্য ফাঁস তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement