সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম, অমর, রবীনাকে মনে আছে তো? ঠিক ধরেছেন। নয়ের দশকের বহুল জনপ্রিয় ছবি আন্দাজ আপনা আপনা-র কথাই বলছি। সলমন, আমির, রবীনা ট্যান্ডন, করিশ্মা কাপুরদের সেই সুপারহিট ছবি। বলিউড পরিচালক রাজকুমার সন্তোষীর সেই সিনেমা আজও সমান প্রশংসিত। এবার আসতে চলেছে তার সিক্যুয়েল – আন্দাজ আপনা আপনা রিলোডেড।
অমর, প্রেম, রবীনাদের পরবর্তী জীবন নিয়ে প্রযোজক বিনয় এবং প্রীতি সিনহা সিদ্ধান্ত নিয়েছেন, আন্দাজ আপনা আপনা-র রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষ্যে তাঁরা সিক্যুয়েল তৈরি করবেন। আমির, সলমনের জায়গায় প্রেম, অমরের চরিত্রে তাঁরা কাকে ভেবেছেন? এখানেই একটু চমক। বলিমহলে গুঞ্জন, রণবীর সিং আর বরুণ ধাওয়ান – এই দু’জনের কাছে প্রস্তাব গিয়েছে পরবর্তী সিনেমার জন্য। গল্পের বুনন অন্যরকম। তাই মূল চরিত্রাভিনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ভিন্ন ধাঁচের দু’জনকে।
[ছবি মুক্তির আগে কর্ণি সেনাকে হুমকি সেলুলয়েডের লক্ষ্মীবাঈয়ের]
মূল মহিলা চরিত্র রবীনা ট্যান্ডন বা করিশ্মার চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও ভেবে ওঠেননি পরিচালক, প্রযোজকরা। পদ্মাবতী, সিম্বার মতো সিনেমায় অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন রণবীর সিং। আর জুড়ুয়া টু সিনেমায় বরুণ ধাওয়ানের অভিনয় সকলকে মুগ্ধ করেছে। ফলে দু’জনের অনস্ক্রিন রসায়ন জমতে পারে বলে মনে করছেন প্রযোজকরা। তাই এই প্রস্তাব। তবে রণবীর সিং বা বরুণ ধাওয়ান, কেউই প্রস্তাবটি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। রণবীরের কাছে আপাতত বেশ কয়েকটি সিনেমার অফার আছে। আন্দাজ আপনা আপনা রিলোডেড নিয়ে এই মুহূর্তে তিনি ভাবছেন না। ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর তৈরি সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল, জুহি চাওলা, গোবিন্দা। সিক্যুয়েলেও কি তাঁদের দেখা যাবে? সেসব এখনও অন্ধকারে। তবে রণবীর-বরুণের অনস্ক্রিন জাদু দেখতে কিন্তু মুখিয়ে অনুরাগীরা। অনেকেই মনে করছেন, এই দুই হিরোর উপস্থিতিতে মূল সিনেমার মতো আন্দাজ আপনা আপনা রিলোডেডও দর্শকদের মুগ্ধ করবে। ঝুলি ভরাবে বক্স অফিসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.