Advertisement
Advertisement

Breaking News

Ranveer Singh

IIFA-তে গরহাজির, পাপারাজ্জিদের সঙ্গে দেখা হতেই রণবীর সিংয়ের রসিকতা ‘বাবা হয়ে গেলাম রে’

বাবা হওয়ার পর প্রথমবার কোনও অনুষ্ঠানে হাজির অভিনেতা।

Ranveer Singh's First Appearance Since Welcoming Daughter with Deepika Padukone
Published by: Sandipta Bhanja
  • Posted:September 30, 2024 9:54 am
  • Updated:September 30, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: IIFA অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে যেখানে বলিউডের তাবড় তারকাদের ভিড়, সেখানে রণবীর সিং (Ranveer Singh) এবার অনুপস্থিত ছিলেন। আসর মাতাতে রসিক অভিনেতার জুড়ি মেলা ভার! দর্শক অনুরাগীরা যে তাঁকে আইফাতে মিস করেছেন বলাই বাহুল্য। সদ্য বাবা হয়েছেন, সেই কারণেই সম্ভবত আবু ধাবিতে উড়ে যাননি। তবে রবিবার আম্বানিদের বাসভবন আন্তেলিয়ায় ফটোশিকারিদের দেখেই একগাল হেসে বলে ফেললেন, ‘বাবা হয়ে গেলাম রে’।

বন্ধু অর্জুন কাপুর অবশ্য রণবীরকে বছর খানেক আগে থেকেই ‘বাবা’ বলে সম্বোধন করেন। এবার বাস্তবেও ফুটফুটে কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। গণপতি উৎসবের আবহে সেপ্টেম্বর মাসেই রণবীর-দীপিকার ঘরে খুদে সদস্যের আগমন হয়েছে। রবিবার আম্বানিদের ‘ইউনাইডেট ইন ট্রিয়াম্ফ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। যেখানে ১৪০ জন অলিম্পিক প্রতিযোগী এবং প্যারাঅলিম্পিক প্রতিযোগীরা আমন্ত্রিত ছিলেন। উপস্থিত ছিলেন নীরজ চোপড়া, মনু ভাকররা। সেই অনুষ্ঠানেই দেখা মিলল রণবীর সিংয়ের। বাবা হওয়ার পর প্রথমবার কোনও অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। আর সেখানেই ফটোশিকারিদের সঙ্গে রসিকতা করলেন রণবীর সিং।

Advertisement

ভাইরাল এক ভিডিওতে দেখা গেল, রণবীর সিংয়ের উচ্ছ্বাস কিছুতেই যেন বাঁধ মানছে না। পরনে তাঁর থ্রি পিস ব্ল্যাক স্যুট। গলায় চেইন স্টাইল নেকপিস। তাঁর ‘সিগনেচার স্টাইলে’র হাসিমুখ নিয়ে সকলের সঙ্গে কুশলমঙ্গল বিনিময়ও করলেন। প্রসঙ্গত, এযাবৎকাল মেয়ের নাম বা মুখ প্রকাশ্যে আনেনি রণবীর-দীপিকা। তবে সুপারস্টার অভিনেত্রী যে এখন দিনরাত মেয়েকে নিয়ে ব্যস্ত সম্প্রতি তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন সেকথা জানিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement