ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার অনিশ্চিত! তবুও বিগ বাজেট দুই ছবির দায়িত্ব কাঁধে। ২০২৫ অবধি ফাঁকা নেই রণবীর সিং (Ranveer Singh)। কোভিডকাল থেকেই অভিনেতার ফিল্মি কেরিয়ারে খানিক ভাঁটা পড়েছে বললে অত্যুক্তি হয় না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনও ছবিই দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তেইশে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর ব্যবসার ধারকাছেও ছিল না। কিন্তু বক্স অফিসে রণবীর-ম্যাজিক ফিকে হলেও ২০২৫ সাল অবধি একেবারে টানটান ব্যস্ত শিডিউল রণবীর সিংয়ের।
বলিউডে বর্তমানে এক রণবীরেই কাবু! ‘বলিউড খিলজি’র থেকে সরে গিয়ে লাইমলাইট এখন অনেকটাই রণবীর কাপুরের দিকে। কিন্তু তাতে কী? পর পর দু’ দুটো ডাকসাইটে বিগ বাজেট প্রজেক্ট রয়েছে রণবীর সিংয়ের ঝুলিতে। প্রথমটা ‘ডন ৩’। যা কিনা পাঞ্জাবি পুত্তরের ভাগ্য ফেরাতে তুরুপের তাস হয়ে উঠতে পারে। অন্যদিকে, ‘শক্তিমান’। বছর দুয়েক আগেই ভারতীয় সুপারহিরোর চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু তারপর আর সেই প্রজেক্ট নিয়ে নতুন কোনও খবর পাওয়া যায়নি। এবার জানা গেল, আগামী ২ বছরের জন্য অভিনেতার শুটিং শিডিউলের পরিকল্পনা।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, চলতি বছর এপ্রিল মাসের শেষের দিকে রণবীর সিং সিংহম এগেইন-এর শুটিং করবেন। ৫০ দিনের শিডিউল রয়েছে। তারপরই ‘ডন ৩’ ছবির কাজ শুরু করবেন। ফারহান আখতারের সঙ্গে ডন-এর চরিত্রের জন্য কড়া ওয়ার্কশপ করতে হবে তাঁকে। আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাস থেকে ‘ডন ৩’ ছবির শুটিং শুরু করার কথা ফারহান আখতারের। দেশ এবং বিদেশ মিলিয়ে মোট ৭ মাসের শিডিউল রয়েছে এই ছবির জন্য। ২০২৫ সালের মার্চ মাসে কাজ শেষ করার কথা পরিচালক ফারহান আখতারের। আর তার পরই ‘শক্তিমান’ ছবির কাজ শুরু করবেন রণবীর সিং। গত তিন বছর ধরে চিত্রনাট্য লেখার কাজ চলছে। শেষমেশ টিমের তরফে স্ক্রিপ্ট চূড়ান্ত হয়েছে। রণবীরের ‘শক্তিমান’ (Shaktimaan) ছবিটি পরিচালনা করবেন বসিল জোসেফ। যৌথভাবে প্রযোজনায় সোনি পিকচারস এবং সাজিদ নাদিয়াদওয়ালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.