Advertisement
Advertisement
Ranveer Singh

‘বাবা’ হচ্ছেন রণবীর সিং, গোপন তথ্য ফাঁস

হইচই বলিউডে!

Ranveer Singh To Play Ranbir Kapoor's Father In Brahmastra Part 2: Report| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 9, 2023 12:55 pm
  • Updated:December 9, 2023 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্য়াঁ, বাবা হচ্ছেন রণবীর সিং। খবরটা সত্য়ি। তবে এই খবরে রয়েছে টুইস্ট!

ব্যাপারটা বিশদে বলা যাক। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবি এখন গোটা দুনিয়ায় ঝড় তুলেছে। বক্স অফিসের হিসেব বলছে, আগামী সপ্তাহের মধ্যেই হয়তো হাজার কোটির ক্লাবে ঢুকে পড়বে ‘অ্যানিম্য়াল’। ছবির সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রণবীর। ঠিক এই সময় ইন্ডাস্ট্রি সূত্রে ফাঁস হল আরেক রণবীরের খবর। অর্থাৎ রণবীর সিং।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন অ্যানিম্যাল কি সমাজে নেই?’ বিতর্কে মুখ খুললেন ববি দেওল]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ইতিমধ্যেই নাকি ছবির লুক ফাইনাল করে ফেলেছেন পরিচালক। এমনকী, দুই রণবীরকে নিয়ে টুকটাক শুটিংও শেষ করেছেন। তবে পরিচালক অয়ন এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ – শিবা’র শেষ দৃশ্যে অমৃতার চরিত্রে দীপিকাকে দেখা গিয়েছিল। কিন্তু দেব হিসেবে কাকে দেখা যাবে রণবীর কাপুর নাকি রণবীর সিংকে? এই প্রশ্ন উঠে এসেছিল। এর আগে এ বিষয়ে আলিয়া জানিয়েছিলেন, ছবিতে যাঁরা কাজ করেছেন তাঁরা ছাড়া আর কেউ এই বিষয়টি জানেন না। ব্যাপারটা যে গোপনে গোপনে ঘটে গিয়েছে তা এখন স্পষ্ট।

[আরও পড়ুন: ‘এত রক্ত কেন!’, বিষাক্ত পৌরুষত্বের উদযাপন করে কী বার্তা দিতে চায় ‘অ্যানিম্যাল’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement