সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার সেটে নাকি দিনভর বাজে বকতে থাকেন রণবীর সিং (Ranveer Singh)। আর বেবো সবার সব খবর রাখেন। পরচর্চা করতে নাকি ওস্তাদ তিনি। রণবীর সিং বা করিনা কাপুর (Kareena Kapoor), দুই তারকাই ব্যক্তিগতজীবনে দারুণ রঙিন মানুষ। কিন্তু তাঁদের বদভ্যাস সম্পর্কে জানেন কি? ‘সিংহম এগেইন’ তৈরির সময়ে সেটে কী হত? সেই গল্প বলতে গিয়েই দুই সহ-অভিনেতার কথা ফাঁস করলেন অজয় দেবগন (Ajay Devgn)।
‘সিংহম এগেইন’ সিনেমার দুই সহ-তারকাদের নিয়ে বিস্ফোরক কথা অজয় দেবগন! সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবিতে বলিউডের মহাতারকা সমাবেশ দেখা গিয়েছে। রোহিত শেট্টির ফ্রেমে ‘এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়’! এত তারকা সমাহার যেখানে, সেখানে ক্যামেরার নেপথ্যে সেটের কাণ্ড-কারখানা নিয়ে যে দর্শক- অনুরাগীদের আলাদা একটা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। ‘সিংহম এগেইন’-এর সেটে কী হত? সেই গল্প ফাঁস করতে গিয়েই এবার রণবীর সিং এবং করিনা কাপুরের অভ্যেস নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন অজয় দেবগন এবং রোহিত শেট্টি।
‘সিংহম এগেইন’ তৈরির সময়ে সেটে নাকি দারুণ মজা করতেন সকলে। অজয়ের কথায়, “রণবীর সারাদিন সেটে বাজে বকে যেত। আর করিনা কাপুর হচ্ছে গসিপ ক্যুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওঁর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু শেখার মতো ওঁর কাছ থেকে। আর সেটেই সেই পরনিন্দা-পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।” অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন। একসঙ্গে এতজন তারকা, সেটে কোনও গোল বাঁধেনি কখনও? এপ্রসঙ্গে রোহিতের উত্তর, “এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ যে সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে, ‘ওহ আমি তো স্টার!'”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.