Advertisement
Advertisement
Ranveer Singh

মায়ের হিরের গয়না চুরি করে এই কাজ করেন রণবীর সিং! শুনলে চমকে যাবেন

মায়ের গয়না চুরি করে ছাড় পাননি বলিউড সুপারস্টার!

Ranveer Singh stole his mother's diamond earrings for Rocky Aur Rani Kii Prem Kahani? Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 24, 2023 6:32 pm
  • Updated:June 24, 2023 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুপারস্টার তিনি। সিনেমা হিট হোক বা ফ্লপ, পারিশ্রমিক নিয়ে কোনওরকম দর কষাকষি করেন না। শোনা যাচ্ছে, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিটার জন্য নাকি নির্মাতাদের তরফে ২৫ কোটি টাকা হাঁকিয়েছেন রণবীর সিং। সেই অভিনেতাকেই কিনা মায়ের হিরের গয়না চুরি করতে হয়! কেন জানেন?

দুল পরতে পছন্দ করেন রণবীর সিং। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে নিন্দা-সালোচনা যতই হোক না কেন, গুণমুগ্ধের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। তাই একসময়ে মায়ের গয়নার বাক্স থেকে হিরের দুল চুরি করে নিজে পরেছিলেন। আর মায়ের সেই দুলটাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ের সময়ে পরেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: সাবাকে ‘ধোঁকা’! প্রকাশ্যে প্রেম প্রস্তাব পেতেই পাল্টি হৃতিকের, বলছেন ‘আমি তো সিঙ্গল’]

তবে চুরি করে ছাড় পাননি! পরে তার মূল্যও চোকাতে হয় রণবীর সিংকে। মায়ের যে হিরের ইয়ার স্টাড চুরি করেছিলেন, তার থেকেও বড় হিরের দুল মাকে উপহার দিয়েছেন অভিনেতা। একথা নিজেই বন্ধু করণ জোহরের কাছে ফাঁস করেন তিনি।

‘কফি উইথ করণ’-এর এক পর্বে আলিয়া ভাটকে পাশে নিয়ে একথা ফাঁস করেন করণ জোহরের ‘রকি’ রণবীর সিং। তাঁর কথা শুনে করণ জানান, “রণবীর এই জন্যই আমার মা তোমাকে এত পছন্দ করে। এবার মা আমার কাছে বায়না করেছেন উপহারস্বরূপ দুল দেওয়ার জন্য।”

[আরও পড়ুন: বাবা কেন জেলে? সইফের পিছনে ছুটলেন মেয়ে সারা আলি খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement