সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয়েশভাই জোরদার’ (Jayeshbhai Jordaar) হয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পালটাতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh)। আজও এ দেশের বহু জায়গায় কন্যাসন্তান অবহেলিত। কন্যাভ্রূণ হত্যার ঘটনাও বিরল নয়। এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি অভিনেতার নতুন ছবি। প্রকাশ্যে এল ট্রেলার।
ছবিতে রণবীরের চরিত্র জয়েশভাইয়ের বাবা রামলালের ভূমিকায় অভিনয় করেছেন বোমন ইরানি। রামলালের স্ত্রী অনুরাধার ভূমিকায় রয়েছেন রত্না পাঠক শাহ। গ্রামের প্রধান রামলাল। তারপর এই দায়িত্ব দেওয়া হবে জয়েশভাইকে। কিন্তু তারপর? তারপর রামলাল ও অনুরাধার চাই ছেলের নাতি। কন্যাসন্তান কিছুতেই হতে দেওয়া যাবে না। আসন্ন সন্তানকে বাঁচাতে স্ত্রী মুদ্রা ও বড় মেয়েকে নিয়ে রাস্তায় নেমে পড়ে জয়েশভাই। তারপরই শুরু হয় রোলার কোস্টার রাইড।
আদিত্য চোপড়ার প্রযোজনায় নতুন এই ছবির পরিচালনা করেছেন দিব্যাং ঠাকুর। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে (Shalini Pandey )। প্রথমে ২০২০ সালের ২ অক্টোবর ‘জয়েশভাই জোরদার’ সিনেমার মুক্তির দিন হিসেবে ঠিক করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে শুটিং পিছিয়ে যাওয়ায় মুক্তির দিনও পিছিয়ে যায়। পরে ২০২১ সালে আগস্ট মাসে মুক্তির দিন ঠিক হয়। তাও পিছিয়ে যায়। অবশেষে ১৩ মে সিনেমা হলে মুক্তি পাবে রণবীরের নতুন ছবি।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নয়নের চাকা ছুটছে। কিন্তু কিছু মানুষের মানসিকতা আজও পিছিয়ে। এমনই মানুষদের চিন্তাধারাকে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি রয়েছে জয়েশভাইয়ের মতো চরিত্র। যাঁরা প্রথা ভেঙে নতুন প্রথা তৈরি করার সাহস দেখাতে পারে। হাসি ও কৌতুকের মোড়কেই কুক্ষিগত মানসিকতাকে চ্যালেঞ্জ ছুঁড়েছে নতুন এই ছবি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.