Advertisement
Advertisement

Breaking News

Ranveer Singh

ধনতেরাসে জোড়া ফ্ল্যাট বিক্রি রণবীর-দীপিকার! বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর না অর্থকষ্ট?

কত দামে বিক্রি করলেন দুটি ফ্ল্যাট?

Ranveer Singh sells two apartments in Goregaon | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 11, 2023 8:12 pm
  • Updated:November 11, 2023 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসে লক্ষ্মীলাভের আশায় আমজনতা থেকে সেলেবরা নতুন গয়না কিংবা সম্পত্তি ক্রয় করেন। এই শুভদিনে অনন্যা পাণ্ডে নিজের নতুন অ্যাপার্টমেন্ট কিনে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। আর সেই আবহেই রণবীর-দীপিকা কিনা নিজেদের জোড়া ফ্ল্যাটই বিক্রি করে দিলেন!

বলিউড মাধ্যম সূত্রে খবর, গোরেগাঁওতে রণবীর সিংয়ের (Ranveer Singh) নামে দুটি ফ্ল্যাট ছিল। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেই ফ্ল্যাট দুটি কিনে ছিলেন অভিনেতা। তবে সেইসময়ে যে দামে ওই প্রপার্টি ক্রয় করেছিলেন, এবার ধনতেরাসে চড়া দামে বিক্রি করে দিলেন। জানা গিয়েছে, প্রায় ৫ কোটি টাকা লেগেছিল ওই ফ্ল্যাট দুটি কিনতে। তবে এবার সেটা বিক্রি করলেন ১৫.২৫ কোটি টাকায়। এক্ষেত্রে অভিনেতা যে তিনগুন দামে গোরেগাঁওয়ের ফ্ল্যাট দুটি বিক্রি করেছেন তা বালই বাহুল্য।

Advertisement

[আরও পড়ুন: আদর করে সাংসদ স্বামীকে কী বলে ডাকেন পরিণীতি? রাঘব চাড্ডার জন্মদিনেই হল ফাঁস]

মুম্বইয়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ধারে ওই ফ্ল্যাট দুটি ওবেরয় মলের অনতিদূরেই ছিল। দুটিই ছিল ১৩২৪ বর্গফুটের। তবে ধনতেরাসের দিন সেই দুটো ফ্ল্যাটই বিক্রি করে দিলেন রণবীর সিং। সেই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তাহলে কি অর্থকষ্টে ভুগছেন তারকাদম্পতি? আবার উদ্বিগ্ন অনুরাগীমহলের প্রশ্ন, নাকি বিচ্ছেদের জল্পনায় সিলমোহর। যদিও জনসমক্ষে রোম্যান্টিক কাপল হিসেবেই ধরা দেন রণবীর-দীপিকা।

[আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে লড়াই থেকে ছয় ছক্কার জাদু! যুবরাজের বায়োপিকের পরিকল্পনা আমিরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement