সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠাট্টা নয়। বাস্তবেই রণবীর সিংকে আইনি নোটিশ পাঠালেন বিখ্যাত আমেরিকান কুস্তিগির ব্রক লেসনার। এই কুস্তিগিরের তরফে নোটিশ পাঠিয়েছেন তাঁর ব্যক্তিগত এজেন্ট পল হেইম্যান। তবে, ‘ব্যক্তিগত এজেন্ট’ বললে বেশ গোঁসা হন হেইম্যান। কারণ তাঁর দাবি, তিনি শুধুমাত্র লেসনারের ব্যক্তিগত এজেন্ট নন, পেশায় আইনজীবীও বটে! আর কুস্তিগির লেসনারের যাবতীয় আইনি কাজ দেখাশোনা করেন তিনিই। রণবীরের বিরুদ্ধে অভিযোগ, হেইম্যানের কপিরাইট করানো সংলাপ তিনি চুরি করে বসিয়েছেন নিজের ছবির ক্যাপশনে।
[আরও পড়ুন: হার্দিকের সঙ্গে ছবি তুলে হুমকির মুখে রণবীর সিং, কিন্তু কেন?]
প্রসঙ্গত, রবিবার অর্থাৎ ১৬ জুন ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছিলেন রণবীর সিং। কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ক্রিকেট তারকাদের সঙ্গে মাঠে আলাপও জমিয়েছিলেন। ‘রণবীরের রবিবারোয়ারি’-তে মেতে উঠেছিলেন দর্শকাসনে বসে থাকা ভারত সমর্থকরাও। সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজনের মতো একাধিক ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে সেলফি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। তবে হার্দিকের সঙ্গে রণবীরের সেলফিতেই ঘটে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় কুস্তিগিরের আইনজীবীর হুমকির মুখে পড়তে হয় তাঁকে। আসলে সেলফি নিয়ে কোনও সমস্যা নেই। তবে সমস্যা হয়ে দাঁড়ায় ছবির ক্যাপশন। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “ইট, স্লিপ, ডমিনেট, রিপিট। দ্য নেম ইজ হার্দিক।” বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই অলরাউন্ডার হার্দিকের দুরন্ত পারফরম্যান্সের কাছে বিপক্ষের অসহায় আত্মসমর্পণ নিয়েই হয়তো এই কথা বলেছেন রণবীর। এই কথাগুলি লেখার জন্যই তাঁকে সতর্ক করেছিলেন হেইম্যান।
[আরও পড়ুন: সুজিত সরকারের ছবিতে এই ধূসর দাঁড়িওয়ালা বৃদ্ধকে চিনতে পারছেন?]
“ইট, স্লিপ, কনকার, রিপিট” এই কথাগুলি আসলে ব্রক লেসনারের হয়ে ব্যবহার করতেন তাঁর ব্যক্তিগত এজেন্ট পল হেইম্যান। যিনি কি না পেশায় একজন আইনজীবীও বটে! সালটা ২০০৩। সম্ভবত সেই সময়েই “ইট, স্লিপ, কনক্যোয়ার, রিপিট” কথাটির কপিরাইট করিয়েছিলেন হেইম্যান এবং লেসনার। তাই রণবীরের ক্যাপশনে ওই শব্দগুলি দেখে রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছিলেন তিনি। সেদিনই পল হেইম্যানের পালটা টুইটে রণবীরকে আইনি মারপ্যাঁচে শায়েস্তা করার আভাস মিলেছিল। তবে, গোটা নেটদুনিয়া সেটাকে নিছক ঠাট্টা ভেবেই উড়িয়ে দিয়েছিল। তবে, খ্যাতনামা এক সংবাদ সংস্থার টুইটেই সেই ভ্রম ভাঙল। সেই সংবাদ সংস্থার টুইটটিকে রি-টুইট করে তিনি রীতিমতো উল্লেখ করে দেন যে তিনি মোটেই ঠাট্টা করেননি সেদিন। বরং সেটা আইনি সাবধানবাণী ছিল। এমনকী, তিনি যে শুধু লেসনারের ব্যক্তিগত এজেন্ট নন, আইনজীবীও বটে, সেকথা জানিয়েও পালটা একহাত নিতে ছাড়েননি ওই সংবাদ সংস্থাকে।
I didn’t warn. I served noticed. And while I applaud @TheStatesmanLtd for their coverage of #YourHumbleAdvocate and @BrockLesnar, I must stress that I am not a manager (what an outdated, antiquated term). I am an #Advocate. And I’m the best #Advocate in history. https://t.co/KNQ4fMmUgQ
— Paul Heyman (@HeymanHustle) June 19, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.