Advertisement
Advertisement
Ranveer Deepika

অন্তঃসত্ত্বা দীপিকাকে টেনে তুলে নাচালেন রণবীর, ‘এ শোধরাবে না’, কটাক্ষ নেটিজেনদের

'আমার বাচ্চা হবে', সবার সামনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন রণবীর। তার পরই এই কাজটি করেন।

Ranveer Singh pulls Deepika Padukone for dance at Anant Ambani-Radhika Merchant’s pre-wedding gala
Published by: Suparna Majumder
  • Posted:March 3, 2024 2:26 pm
  • Updated:March 3, 2024 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হতে চলেছেন। এই আনন্দে বিভোর রণবীর সিং (Ranveer Singh)। আম্বানিদের অনুষ্ঠানেও আবেগের ঘোড়ায় সওয়ার ছিলেন বলিউডের ‘বাজিরাও’। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে হাত ধরে নিয়ে যান মঞ্চে। তার পর দুজনে নাচতে শুরু করেন। এতেই তীব্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়।

Ranveer-Deepika-2

Advertisement

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় আইভরি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন দীপিকা। রণবীরের পরনে ছিল কালো গলাবন্ধ। যার সামনে রয়াল ব্লু স্ট্রোক। অনুষ্ঠানে প্রথমে দর্শকাসনের সামনে ছিলেন রণবীর। সেখান থেকেই মাইকে কথা বলতে শুরু করেন। “আমার বাচ্চা হবে। মানে, হচ্ছেটা কী?” উচ্ছ্বাস প্রকাশ করে বলেন অভিনেতা। এর পরই রকি রণধাওয়ার (রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার চরিত্র) স্টাইলে দীপিকাকে (Deepika Padukone) হাত ধরে তুলে নিয়ে মঞ্চে চলে যান।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: বিয়ে করেই ধুন্ধুমার নাচ কাঞ্চন-শ্রীময়ীর, ভাইরাল ভিডিও]

রণবীর-দীপিকার স্টেজে ওঠার মুহূর্তেই ‘দিল ধড়কনে দো’ সিনেমার ‘গল্লা গুড়িয়া’ গানটি বেজে ওঠে। আর তাতেই রণবীর-দীপিকা নেচে ওঠেন। রণবীরের এই কাজেই অসন্তোষ সোশাল মিডিয়ায়। কেউ লেখেন, “এ শোধরাবে না ছাপরি”, কেউ আবার লেখেন, “এই নাটক আর সহ্য করা যাচ্ছে না।” একজন আবার লেখেন, “কী নির্লজ্জভাবে নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়কে নিয়ে মশকরা করছে। চূ়ড়ান্ত সস্তা।”

Ranveer-Deepika-reax

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা। তবে এবারে পরিবারকে সময় দেওয়ার পালা। সেপ্টেম্বরেই দীপবীরের সংসারে আসছে নতুন সদস্য।

[আরও পড়ুন: এক মঞ্চে তিন খান, আম্বানিদের অনুষ্ঠানে শাহরুখ-সলমন-আমিরের উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement