সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ছবি ৮৩। সিনেপর্দায় ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প দেখে আবেগে ভেসেছেন দেশবাসী। কপিল দেবের চরিত্রে রণবীর সিংয়ের অসাধারণ অভিনয় নিয়ে চর্চা তুঙ্গে। ঠিক এমন সময় যদি খোদ রণবীর সিং সামনে চলে আসেন, তাহলে তো অনুরাগীদের উচ্ছ্বাস তিনগুণ হবেই! তবে এই উচ্ছ্বাসের মাঝে পড়েই অল্পের জন্য বিপদ থেকে বাঁচলেন মুম্বইয়ের এক বৃদ্ধ। ভিড়ের ধাক্কা মাটিতে লুটিয়ে পড়ার আগে বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন খোদ নায়ক!
গপ্পোটা হল, শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জুহুর একটি সিনেমা হলে ৮৩ ছবির প্রচারে হাজির হয়েছিলেন রণবীর সিং। হঠাৎ করে জনতার মাঝে রণবীর এসে পড়ায়, স্বাভাবিকভাবেই অনুরাগীরা ভিড় জমিয়ে দেয়। আর ভিড়ের ঠ্যালায় এক বৃদ্ধ প্রায় পড়েই যাচ্ছিলেন মাটিতে। এগিয়ে আসেন রণবীর। নিজের উদ্য়োগে ভিড় সরিয়ে বৃদ্ধকে সাহায্য করেন। শুধু তাই নয়, গোটা ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। রণবীরের এই এরকম মাটির মানুষের আচরণ দেখে নেটিজেনরা আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় রণবীরের প্রশংসায় মত্ত অনুরাগীরা।
View this post on Instagram
মুক্তির প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল পরিচালক কবীর খানের (Kabir Khan) ‘৮৩’ ছবি। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি দর্শকদের মন ভরিয়ে লক্ষ্মীলাভে প্রথম ধাপেই এগিয়ে গেল অনেকটা। তথ্য বলছে, ২৪ ডিসেম্বর সিনেমা মুক্তির দিনই ১৩ থেকে ১৫ কোটি ব্যবসা করে ফেলেছে রণবীর সিংয়ের (Ranveer Singh) এই ছবি। এই ছবির ওপেনিং দেখে আশাবাদী ছবির প্রযোজক। তাঁদের আশা, লম্বা দৌড়ে সবাইকে পিছনে ফেলবে রণবীরের এই ছবি।
তবে মুক্তির দিনের ব্যবসার নিরিখে অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগণের ‘সূর্যবংশী’কে এখনও পিছনে ফেলতে পারেনি ৮৩। বক্স অফিস রিপোর্ট অনুয়ায়ী, অক্ষয়ের এই ছবি মুক্তির প্রথম দিনেই ব্যবসা করেছিল প্রায় ২৬ কোটি টাকার। তবে ডিসেম্বরের বক্স অফিসকে এখনও হাতের মুঠোয় রেখেছে হলিউড ছবি ‘স্পাইডারম্যান, নো ওয়ে হোম’। মুক্তির দিনই এই ছবি ব্যবসা করে ৩২ কোটি টাকার। প্রথম সপ্তাহেই স্পাইডারম্যান ব্যবসা করেছে মোট ১৪৫ কোটি টাকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.