Advertisement
Advertisement

Breaking News

Ranveer Singh

কেউ খোঁচালেন, কেউ দিলেন কাতুকুতু! মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে ‘জনসুনামি’তে বিপাকে রণবীর সিং

গাড়ি পর্যন্ত পৌঁছতে পুলিশের সাহায্য নিতে হল অভিনেতাকে।

Ranveer Singh Gets Mobbed By Fans As He Steps Out In The City, Video Goes Viral
Published by: Sandipta Bhanja
  • Posted:April 3, 2025 5:12 pm
  • Updated:April 3, 2025 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায়, রাজেশ খান্না যখন সাদা গাড়ি নিয়ে রাস্তায় বেরতেন, মহিলা অনুরাগীরা লাল লিপস্টিকের চুম্বনে তাঁর বাহনের রং পালটে দিতেন। বলিউডের সেই ‘স্টার লিগ্যাসি’ আজও শাহরুখ-সলমনদের দৌলতে বহাল তবিয়তে বেঁচে রয়েছে। মন্নত হোক বা গ্যালাক্সি, ভক্তদের কাছে পীঠস্থান। একঝলক দেবদর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকেন অনুরাগীরা। এবার মুম্বইয়ের রাস্তায় বেরিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়লেন রণবীর সিং (Ranveer Singh)।

ভিড়ের মধ্যে কেউ টানলেন হাত। কেউ বা আবার পেটে কাতুকুতু দিতেও ছাড়লেন না! এককথায় ‘জনসুনামি’র জেরে জেরবার পরিস্থিতি রণবীরের। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ফটোশিকারিদের সুবাদে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। সেখানেই ‘ধুরন্দর’ লুকে চমকে দিলেন অভিনেতা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, রণবীর ভেন্যু থেকে বেরতেই তাঁকে ছেঁকে ধরেছে শয়ে শয়ে ভক্ত। তারকার স্পর্শ পেতে একেবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সেই ভিড়ের মধ্যেই কেউ হাত ধরে টানছেন, আবার কেউ পেটে খোঁচাও দিলেন। যারজ জেরে কার্যত হতভম্ব হয়ে যান অভিনেতা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে, ভিড় ঠেলে গাড়ি পর্যন্ত পৌঁছতে বেগ পেতে হচ্ছিল রণবীর সিংকে। শেষমেশ অভিনেতাকে উদ্ধার করতে মাঠে নামে পুলিশ। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে গাড়িতে ওঠেন রণবীর।

Advertisement

বছরখানেক ধরে কেরিয়ারে মন্দা থাকলেও রণবীর সিংয়ের জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, এই ভিডিও তারই প্রমাণ দিল। শাহরুখ-সলমন নয়, বলিউড খিলজিকে দেখতে জনতার ঢল নামে। কোভিডকাল থেকেই রণবীরের কেরিয়ারে ভাঁটা! থমকে গিয়েছে ‘ডন ৩’-এর কাজও। অন্যদিকে ভারতীয় সুপারহিরো শক্তিমানকে বড়পর্দায় আনার পরিকল্পনাও তাঁর আপাতত বিশ বাঁও জলে! কারণ মুকেশ খান্না ছাড়পত্র পাননি রণবীর সিং। যদিও সম্প্রতি শোনা গিয়েছে, থ্রিলার-হরর ঘরানার এক জম্বি ছবিতে দেখা যাবে অভিনেতাকে। সেই সিনেমার কাজ আবার শুরু হবে ‘ডন ৩’-এর পর। কবে সেই সিনেমা ফ্লোরে যাবে? স্বাভাবিকভাবেই নজর থাকবে সেদিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement