Advertisement
Advertisement

Breaking News

Ranveer Deepika

কবে, কোথায় জন্ম নেবে রণবীর-দীপিকার সন্তান? ফাঁস বড় তথ্য

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রে এবার বড় খবর মিলল।

Ranveer Singh, Deepika Padukone set to embrace parenthood: date reveals

ছবি- ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2024 4:45 pm
  • Updated:August 31, 2024 4:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বর মাসেই দীপিকা ও রণবীরের (Ranveer Singh, Deepika Padukone) সোনার সংসারে আসছে ছোট্ট সদস্য। দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র কদিন। সন্তান আসার আগেই ১০০ কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি। মন্নতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-দীপিকা। শোনা যাচ্ছে, খুদেকে নিয়েই সেখানে গৃহপ্রবেশ করবেন তাঁরা। কিন্তু কবে ভূমিষ্ঠ হতে চলেছে বলিউডের তারকা দম্পতির সন্তান? কৌতূহল অনুরাগীদের।

Did Deepika Padukone Skiped Met Gala 2024 to Enjoy Babymoon With Ranveer Singh? here is the Speculations

Advertisement

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ সূত্রে এবার বড় খবর পাওয়া গেল। তারকাদম্পতির কাছের মানুষ বলিউডের সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দীপিকা পাড়ুকোন মা হবেন। আপাতত হবু সন্তানের জন্য একটি ঘর সাজাতে ব্যস্ত দম্পতি। মা হওয়ার এই সফর যে বলিউড ‘মাস্তানি’ বেশ চুটিয়ে উপভোগ করছেন, সেকথাও জানা গিয়েছে। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।

[আরও পড়ুন: দেশ-বিশ্বের মহিলাদের সুরক্ষার দাবিতে কনসার্ট বাতিল শ্রেয়া ঘোষালের, ‘সাধুবাদ’ জানালেন কুণাল]

প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাভেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। সম্প্রতি এক জ্যোতিষী দাবি করেছেন, রণবীর-দীপিকার পুত্রসন্তানই হবে। সেই জ্যোতিষীর কথায়, “এই ছেলেই সুভাগ্য নিয়ে আসবে দীপবীরের সংসারে। এমনকী, জ্যোতিষীর গণনা বলছে, দীপিকার ভাগ্যে রয়েছে দুই সন্তানযোগ।” সেটাই কি সত্যি হবে? ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে সেই উত্তর। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে রণবীর সিংয়ে মা মঞ্জু ভাবনানি হাজির হয়েছিলেন। সেখানে হবু ঠাকুমাকে দেখে পাপারাজ্জিরা শুভেচ্ছা জানান তাঁকে। পালটা ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি।

[আরও পড়ুন: ডিভোর্সের চর্চা, গুঞ্জনের মাঝেই হাসিমুখে ক্যামেরায় পোজ যিশুর, সঙ্গে কে? দিলেন ‘সুখবর’ও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement