সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো বলিউড গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া। হ্য়াঁ, বুধবার মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু রণবীর-দীপিকার উপস্থিতিতেই চমক নয়। প্রথম এপিসোডেই একের পর এক ব্রহ্মাস্ত্র ছাড়লেন রণবীর ও দীপিকা। সৌজন্যে করণের কফি ও তেঁতো প্রশ্ন!
এরই মাঝে করণ জোহর জানিয়ে দিলেন খুব শীঘ্রই তিনি রাজ কাপুরের সঙ্গম ছবির রিমেক করতে চলেছেন। তবে চমক এখানে নয়। বরং করণ জানিয়েছেন এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তার পর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। আর এই জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের সঙ্গমকে।
‘কফি উইথ করণে’ই এই ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেন করণ। ছবির গল্প শুনতেই একেবারে রাজি দীপিকা ও রণবীর সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.