Advertisement
Advertisement

Breaking News

Karan Johar

একই ছবিতে দুই রণবীরের সঙ্গে দীপিকা, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছেন করণ জোহর

রাজ কাপুরের 'সঙ্গম' ছবির রিমেক করছেন করণ।

Ranveer Singh and Deepika Padukone ready to sign love triangle film Sangam with Ranbir Kapoor| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 26, 2023 2:51 pm
  • Updated:October 26, 2023 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো বলিউড গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া। হ্য়াঁ, বুধবার মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু রণবীর-দীপিকার উপস্থিতিতেই চমক নয়। প্রথম এপিসোডেই একের পর এক ব্রহ্মাস্ত্র ছাড়লেন রণবীর ও দীপিকা। সৌজন্যে করণের কফি ও তেঁতো প্রশ্ন!

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

এরই মাঝে করণ জোহর জানিয়ে দিলেন খুব শীঘ্রই তিনি রাজ কাপুরের সঙ্গম ছবির রিমেক করতে চলেছেন। তবে চমক এখানে নয়। বরং করণ জানিয়েছেন এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তার পর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। আর এই জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের সঙ্গমকে।

Advertisement

‘কফি উইথ করণে’ই এই ছবি তৈরির ইচ্ছে প্রকাশ করেন করণ। ছবির গল্প শুনতেই একেবারে রাজি দীপিকা ও রণবীর সিং।

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement