Advertisement
Advertisement
Ranveer-Deepika

‘দীপিকাই আমার সন্তানের মা হবে’, আলাপের ৬ মাসেই সিদ্ধান্ত নেন রণবীর

রণবীর-দীপিকার বিয়ের জন্মদিনে ফাঁস গোপন কথা!

Ranveer knew Deepika was mother of his children 6 months into their relationship
Published by: Sandipta Bhanja
  • Posted:November 14, 2024 8:30 pm
  • Updated:November 14, 2024 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দাম্পত্যের ছয়-ছয়টা বছর পার করে দিলেন রণবীর-দীপিকা (Ranveer-Deepika)। বলিউডের এই তারকাদম্পতিকে নিয়ে কর্ম চর্চা হয়নি। একসময়ে শোনা গিয়েছিল, বিয়েটাই হয়তো আর টিকবে না! এমনকী এও রটে গিয়েছিল যে, রণবীর-দীপিকার মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। রটে গিয়েছিল, বিচ্ছেদ জল্পনাও। তবে নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে এবার ষষ্ঠ বিবাহবার্ষিকী উদযাপনে ব্যস্ত তাঁরা।

চলতি বছর অবশ্য তারকাদম্পতির প্রোমোশন হয়েছে! মাস দুয়েক আগেই মা-বাবা হয়েছেন রণবীর-দীপিকা। অতঃপর তাঁদের দায়িত্বও বেড়েছে এখন অনেক। সম্প্রতি কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংকে নিয়ে মুম্বই থেকে বিদেশে উড়ে গিয়েছেন তারকাদম্পতি। তবে তাঁদের গন্তব্য অজানা থাকলেও, জানা গিয়েছে এই বিবাহবার্ষিকীটা অন্যরকমভাবে পালন করার জন্যই বেড়াতে গিয়েছেন রণবীর-দীপিকা। এর আগেও অবশ্য বিয়ের জন্মদিনে ট্যুরে বেরিয়ে পড়তেন তাঁরা। তবে মাঝের দু বছর সেই রীতিতে ছেদ পড়েছিল! এবার মা-বাবা হতেই ফের দাম্পত্যে পুরনো রসদ ফেরাতে বিদেশ সফরে গেলেন রণবীর-দীপিকা। তাঁদের বিয়ের ষষ্ঠ জন্মদিনে ফাঁস হল এক অজানা কথা।

Advertisement

বিয়ের একবছরের মাথায় রণবীর সিং একবার ফাঁস করেছিলেন যে, দীপিকা পাড়ুকোনের সঙ্গে আলাপ হওয়ার ৬ মাসের মধ্যেই তিনি ঠিক করে ফেলেছিলেন যে দীপিকাই তাঁর সন্তানের মা হবেন। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা- রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। আর সম্পর্কের গড়াতেই ছয় মাস গড়াতেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে নেন অভিনেতা। রণবীর সিংয়ের মন্তব্য ছিল, “মাত্র ছয় মাস হয়েছিল আমাদের সম্পর্কের, তখনই আমি জানতাম, দীপিকাই সেই নারী। যাঁর সঙ্গে আমি বিয়ে করব এবং যে আমার সন্তানদের মা হবে। যাঁর সঙ্গে আমি স্বচ্ছন্দে বুড়ো হতে পারব।” ২০১৮ সালের ১৪ নভেম্বর ইটালির লেক কোমোতে দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখে বিয়ে করেন রণবীর-দীপিকা। তাঁদের বিবাহবার্ষিকীতে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement