Advertisement
Advertisement

Breaking News

Ranveer Singh kisses Deepika

বিতর্ককে থোড়াই কেয়ার! আম্বানিদের পার্টিতে প্রকাশ্যেই দীপিকাকে চুমু খেলেন রণবীর

প্রেমের জোয়ারে ভাসলেন বলিউডের 'বাজিরাও মস্তানি'।

Ranveer kisses Deepika Padukone at Jio World Plaza event | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 1, 2023 12:36 pm
  • Updated:November 1, 2023 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গেও মেলামেশা করেছেন। ‘কফি উইথ করণ’-এ গিয়ে স্বামীর রণবীর সিংয়ের সামনেই একথা বলেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তাতেই তুমুল শোরগোল। আর নিন্দুকদের কাঠগড়ায় অভিনেত্রী। ব্যঙ্গ, ব্রিদ্রুপের পাশাপাশি কুমন্তব্যও জুটেছে বিস্তর। সেই সব বিতর্কের তোয়াক্কা অবশ্য দীপিকা-রণবীর করেন না। তাঁদের প্রেমে লেখা থাকে চুম্বনের ভাষা। তাই তো আম্বানিদের পার্টিতে প্রকাশ্যেই দীপিকাকে চুমু খেলেন রণবীর (Ranbir Singh)।

Ranveer-Deepika

Advertisement

এক নির্জন দ্বীপে গিয়ে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ‘কফি উইথ করণ’-এর অষ্টম মরশুমের প্রথম এপিসোডে এসে একথা জানান রণবীর। কীভাবে রণবীরের সঙ্গে প্রেম শুরু? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই দীপিকা বলে বসেন, প্রথম দিকে রণবীরের সঙ্গে ‘সিরিয়াস রিলেশনশিপ’-এর মেজাজে তিনি ছিলেন না। এমনকী, রণবীরের সঙ্গে প্রেম চলাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রণবীরের কাছেই ফেরত আসেন।

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে এক ফ্রেমে সারা-শুভমান, ক্যামেরা দেখেই আড়াল খুঁজলেন ক্রিকেটার]

অভিনেত্রীর এই মন্তব্যেই সমালোচনা শুরু হয়ে যায়। কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপের পাশাপাশি অভিনেত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়। নেটিজেনদের একাংশ আবার এ নিয়ে রণবীরের প্রতিক্রিয়া কী হতে পারে তাও ভেবে ফেলেন। তবে এই সমস্ত তর্ক-বিতর্কের খুব একটা ধার ধারেন না বলিউডের ‘বাজিরাও মস্তানি’। সাম্প্রতিক ভিডিওতেই তার প্রমাণ মিলল।

Ranveer-Deepika-1

জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। অনুষ্ঠানে লুই ভিত্তোর পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। অভিনেতার পরনে ছিল কালো সুট আর ধোতি প্যান্ট। অনুষ্ঠান শেষে হয় আফটার পার্টি। তারপরই বাইরে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন রণবীর-দীপিকা। পাশে ছিলেন নীতা আম্বানি। আচমকা দীপিকার গালে চুমু খান রণবীর। হাসি মুখেই স্বামীর এই ভালোবাসা গ্রহণ করেন দীপিকা।

[আরও পড়ুন: কনসার্টের মাঝে ইন্দিরা গান্ধীর হত্যার সমর্থন! গায়ক শুভকে তোপ কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement