সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রচণ্ড নোংরা মানসিকতার প্রতিফলন”, রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) মামলার শুনানি চলাকালীন এই কথাই বলেছিল সুপ্রিম কোর্ট। অশ্লীল কৌতুকরসের জন্য যে একদিন তাঁকে বিপাকে পড়তে হবে, একথা অনেকদিন আগেই টের পেয়েছিলেন ইউটিউবার। নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী নিজেই করেছিলেন রণবীর। অতীতের সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে যাওয়ার পথে!
অতীতের এক ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের সঙ্গে কথোপকথনে নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করতে শোনা যায় রণবীর এলাহাবাদিয়াকে। বীর তাঁকে উপদেশ দিচ্ছিলেন, “নিজের ভিতরের কৌতুক মানুষটাকে গুরুত্ব দিও। সেটা নিয়ে কখনও ভান কোরো না।” একথার উত্তরে রণবীর স্বীকার করে নেন যে, “আমার কৌতুকরস নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তবে অন্যের জন্যে সেটা চ্যালেঞ্জিং হতে পারে। আমার ভিতরের হাস্যরস নিয়ে আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি। তবে আমার সেন্স অফ হিউমর যদি প্রকৃতঅর্থে কেউ টের পান, তাহলে আমাকে একদিন জেলে যেতে হবে।” অতঃপর নিজের এহেন মানসিকতার আবিষ্কার যে রণবীর আগেই করতে পেরেছিলেন, তা বেশ বোঝা যাচ্ছে। এদিকে শীর্ষ আদালতও শুনানিতে সেকথাই বলেছে যে ‘এটা ইউটিউবারের নোংরা মানসিকতার প্রতিফলন।’
প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ইউটিউবারের এহেন কুৎসিত রসিকতায় তাজ্জব হয়ে যান সময় রায়নাও। যাঁর ডার্ক কমেডি শুনে কানে হাত দেন সকলে। সেই তিনিও রণবীর এলাহাবাদিয়াকে প্রশ্ন ছোঁড়েন, “আরে ভাই আজকে তোমার কী হয়েছে?”
এদিকে সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। রোগীর ছদ্মবেশে তাঁর মায়ের ক্লিনিকে ঢুকেও হামলা চালিয়েছে কিছু লোক। সেই ঘটনা জানিয়ে এলাহাবাদিয়ার মন্তব্য, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলুন! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব বলেও জানিয়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.