Advertisement
Advertisement

Breaking News

Ranveer Allahbadia

‘মা-বাবার সঙ্গম’ নিয়ে কুৎসিত রসিকতা, এবার জাতীয় মহিলা কমিশনের ‘কোপে’ এলাহাবাদিয়া

বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের দপ্তরে পৌঁছেছেন এলাহাবাদিয়া।

Ranveer Allahbadia, Apoorva Makhija Questioned By Women's Panel
Published by: Sandipta Bhanja
  • Posted:March 6, 2025 4:39 pm
  • Updated:March 6, 2025 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা বিতর্কিত মন্তব্যের জেরেই রাতারাতি বদলে গিয়েছে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) জীবন! মা-বাবার যৌনতা নিয়ে ইউটিউবারের অশ্লীল রসিকতায় চটেছে গোটা দেশ। একের পর এক কটাক্ষাবাণে হু হু করে কমেছে এলাহাবাদিয়ার সাবস্ক্রাইবারের সংখ্যাও। ছিছিক্কার সর্বত্র। ‘ভারতীয় সংস্কৃতি’, ‘পারিবারিক পরম্পরা ও ঐতিহ্য’কে অসম্মান করার অভিযোগে ইউটিউবারের বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্রের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি বিতর্কিত ইউটিউবারকে দেশের শীর্ষ আদালত ‘দ্য রণবীর শো’ চালু করার অনুমতি দিলেও এবার জাতীয় মহিলা কমিশনের কোপে রণবীর এলাহাবাদিয়া।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের দপ্তরে পৌঁছেছেন রণবীর এলাহাবাদিয়া এবং ওই বিতর্কিত পর্বে হাজির থাকা আরেক ইউটিউবার অপূর্ব মাখিজা। ‘মা-বাবার সঙ্গম’ নিয়ে কুৎসিত রসিকতার জেরেই মহিলা কমিশনের রোষানলে পড়তে হয়েছে এলাহাবাদিয়াকে। জানা গিয়েছে, গত মাসে রণবীর এলাহাবাদিয়া, অপূর্ব মাখিজার পাশাপাশি সময় রায়না, যশপ্রীত সিং, আশিস চাঁচলানি, তুষার পূজারি, সৌরভ বোথরা এবং বলরাজ ঘাইদের মতো ইউটিউবার, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সমন পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। প্রত্যেকেই সমস্যা, বাইরে ট্যুর করার মতো কোনও না কোনও কারণ দেখিয়ে সেটা এড়িয়ে গিয়েছেন। খুনের হুমকির কারণ দেখিয়ে মহিলা কমিশনের কাছ থেকে রণবীর এলাহাবাদিয়া তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর করে ৬ মার্চ জেরার দিন নির্ধারণ করা হয়। তার ভিত্তিতেই বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে রণবীর এলাহাবাদিয়াকে।

এদিকে যাবতীয় বিতর্কের মাঝেই রণবীরকে তাঁর টক শো শুরু করার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। তবে শর্তসাপেক্ষে। শর্ত হল, এলাহাবাদিয়াকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তাঁর পডকাস্ট অনুষ্ঠানগুলিতে নৈতিকতা এবং শালীনতার কাঙ্ক্ষিত মান তিনি বজায় রাখবেন। যাতে যে কোনও বয়সের দর্শকরা তাঁর শো দেখতে পারেন। আদালতের তরফে জানানো হয়েছে যে, ২৮০ জন কর্মীর পেট, জীবিকা তাঁর অনুষ্ঠান সম্প্রচারের উপর নির্ভরশীল, সেই প্রেক্ষিতেই তাঁকে ‘দ্য রণবীর শো’ চালু করার অনুমতি দেওয়া হল।

প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে এক প্রতিযোগীকে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন ছোঁড়েন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?” শুধু তাই নয়, প্রকাশ্যেই ওই প্রতিযোগীকে তাঁর পুরুষাঙ্গের সাইজ জিজ্ঞেস করেন রণবীর। ইউটিউবারের এহেন কুৎসিত রসিকতায় তাজ্জব হয়ে যান সময় রায়নাও। যাঁর ডার্ক কমেডি শুনে কানে হাত দেন সকলে। সেই তিনিও রণবীর এলাহাবাদিয়াকে প্রশ্ন ছোঁড়েন, “আরে ভাই আজকে তোমার কী হয়েছে?” সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। রোগীর ছদ্মবেশে তাঁর মায়ের ক্লিনিকে ঢুকেও হামলা চালিয়েছে কিছু লোক। সেই ঘটনা জানিয়ে এলাহাবাদিয়ার মন্তব্য, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলুন! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব বলেও জানিয়েছি।” তবে ক্ষমা চেয়েও নিস্তার মেলেনি। কটাক্ষের ঝড় এখনও বহাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub