Advertisement
Advertisement

Breaking News

Rani Mukherji

মাত্র ১৭ বছর বয়সে মা হয়েছিলাম! ভয়ের কথা ফাঁস করলেন রানি মুখোপাধ্যায়

'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতেই যত কাণ্ড।

Rani Mukerji reveals she was only 17 when she played a mother in K2H2| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 18, 2023 3:16 pm
  • Updated:July 18, 2023 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের সঙ্গে গুলাম ছবি করার পরও সেই সময় তেমনভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। বরং যতটা জনপ্রিয়তা করণ জোহরের কুছ কুছ হোতা হ্যায় থেকে রানি পেয়েছেন, কেরিয়ারের শুরুতে তা কিন্তু অন্য কোনও ছবিই দিতে পারেনি। রানির কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক নিয়ে কথা বলতে গিয়ে রানি কিন্তু এখনও নার্ভাস হয়ে পড়েন।

এই যেমন রানি মুখোপাধ্য়ায় একটি সাক্ষাৎকারের ভিডিও দুম করেই ভাইরাল হয়ে গেল। যেখানে তিনি ফাঁস করলেন ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ নিয়ে এখন গোপন তথ্য।

Advertisement

[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ছুটির মেজাজে হবু মা শুভশ্রী, ছেলে ইউভানের দায়িত্ব সামলাচ্ছেন রাজ]

এই সাক্ষাৎকারে রানি বলেন, ”যখন আমি কুছ কুছ হোতা হ্য়ায় করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৭। এত অল্প বয়সে মায়ের চরিত্রে অভিনয় করার সময় খুব নার্ভাস লেগেছিল। তাও ভাগ্যিস পরে টিনা চরিত্রটির মৃত্যু হয়। না হলে পুরো ছবি জুড়ে মা হয়ে ঘুরতে হত।”

২০১৪ সালে যশ চোপরার ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখোপাধ্যায়। ২০১৫ সালে জন্ম হয় মেয়ে আদিরার। এখন রানির মেয়ের বয়স ৬ বছর। মেয়ে হওয়ার আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেয়ে একটু বড় হতেই ফের ফিরেছিলেন বলিউডের পর্দায়।

[আরও পড়ুন: ‘ক্ষমতার অপব্যবহার’! সরকারি গাড়ি নিয়ে যশের সঙ্গে শুটিংয়ে নুসরত, চরম বিতর্কে সাংসদ-নায়িকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement