সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই বলিউডের অন্যতম হ্যান্ডসাম ব্যাচেলর-এর বিয়ের খবরে তোলপাড় নেটপাড়া। তরুণীদের মন প্রায় ভাঙে ভাঙে অবস্থা! আগেই জানা গিয়েছিল যে, একেবারে মণিপুরী স্টাইলে ছাদনাতলায় বসতে চলেছেন রণদীপ হুডা। বুধবার একেবারে ট্র্যাডিশনাল মণিপুরী বরবেশে দেখা গেল বলিউড অভিনেতাকে। কনে লিন লাইশরামও তাক লাগালেন কনে বেশে।
বুধবার মণিপুরী ভূমিকন্যা তথা বলিউড অভিনেত্রী লিন লাইশরামের সঙ্গে ইম্ফলে রণদীপ গাঁটছড়া বাঁধছেন। মহাকাব্যের থিমেই সেজে উঠেছে বিবাহ আসর। মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে, তা মাথায় রেখেই এমন থিম ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। অর্জুন-চিত্রাঙ্গদার বিয়ের ভাবনাতেই বিয়ের সাজপোশাক রেখেছেন রণদীপ ও লিন। লিনকেও দেখা গেল আদ্যোপান্ত সোনালি গয়নায়। মাথায় মুকুট পরে।
বিয়ের আসর থেকেই ফাঁস হল রণদীপ হুডার ছবি। পরনে সাদা ধুতি-পাঞ্জাবি। সাদা উত্তরীয়। মাথায় মণিপুরী স্টাইলের পাগড়ি, যাকে আঞ্চলিক ভাষায় ‘কোকিয়েত’ বলা হয়। আর কপালে রসকলির চিহ্ন। মাথায় ছাতা ধরেছেন আত্মীয়রা। লিনকেও ট্র্যাডিশনাল মণিপুরী কনের সাজে দেখা যাবে। বিয়ের ছবি কখন প্রকাশ্যে আসবে? সেই অপেক্ষাতেই এখন রয়েছেন ভক্তরা।
Randeep Hooda, Lin Laishram look stunning as they turn traditional Manipuri groom, bride
Read @ANI Story | https://t.co/9uxLuOp7jI#RandeepHooda #LinLaishram #Manipuri #wedding pic.twitter.com/4cHOoaaj6u
— ANI Digital (@ani_digital) November 29, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.