Advertisement
Advertisement

Breaking News

Randeep Hooda

রণদীপ হুডার বিয়ের থিম ‘মহাভারত’! কবে, কোথায় সেজে উঠবে বিয়ের আসর?

মণিপুরের কন্যাকেই মন দিয়েছেন তারকা।

Randeep Hooda & Lin Laishram may have Mahabharata-Themed Wedding in Manipur | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 24, 2023 8:57 pm
  • Updated:November 29, 2023 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মনসুন ওয়েডিং’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেছিলেন। এবার নিজের ‘ওয়েডিং’-এর প্রস্তুতি নিচ্ছেন রণদীপ হুডা (Randeep Hooda)। মণিপুরের কন্যা লিন লাইশরামকে মন দিয়েছেন তারকা। শোনা গিয়েছে, আগামী ২৯ নভেম্বর মণিপুরে সেজে উঠবে বিয়ের আসর। যার থিম মহাভারত।

Randeep-Hooda-&-Lin-Laishram-2

Advertisement

হ্যাঁ, মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। আর তা হবে মণিপুরে। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। তাই মহাভারতের থিমই রণদীপ ও লিনের বিয়ের জন্য ভাবা হয়েছে।

[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিত-জীতুর ‘মানুষ’]

রণদীপের হবু বউ লিনের জন্ম ইম্ফলে। মডেলিংয়ের জগতে তাঁর সুনাম আছে। বলিউডে লিনের সফর শুরু হয় শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার পর ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’ সিনেমায় দেখা গিয়েছে লিনকে। সম্প্রতি ‘জানে জান’ ছবিতে প্রেমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ব্যবসাও রয়েছে লিনের।

Randeep-Hooda-&-Lin-Laishram-3

 

[আরও পড়ুন: TRP তালিকায় সেরা ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থান কোন সিরিয়ালের দখলে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement