Advertisement
Advertisement
Ranbir Kapoor

‘তোমাদের জন্যই…’, বাবা ঋষি ও মেয়ে রাহাকে ফিল্মফেয়ার উৎসর্গ ‘অ্যানিম্যাল’ রণবীরের

আর কী বললেন রণবীর?

Ranbir remembers father Rishi Kapoor at award show, gives shoutout to Raha| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 29, 2024 4:23 pm
  • Updated:January 29, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ রণবীর বক্স অফিস জিতেছেন। ‘অ্যানিম্যাল’ রণবীর অনুরাগীদের মন জিতেছেন। আর এবার ‘অ্যানিম্যাল’ রণবীর জিতে নিলেন ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার। ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি হাতে সেই মন জেতার পুরস্কারই বাবা ঋষি কাপুর ও মেয়ে রাহাকে উৎসর্গ করলেন রণবীর। মঞ্চ থেকে রণবীরের কণ্ঠে শোনা গেল, এই পুরস্কার ‘শুধু তোমাদের দুজনের জন্যই!’

বেশ কয়েক বছর ধরেই বক্স অফিসের লড়াইয়ে পিছিয়ে পড়েছিলেন রণবীর। হাতে ছিল না একটাও হিট। তার পর হঠাৎ আলিয়াকে বিয়ে করার পর জীবন গেল পালটে। বাবা হলেন রণবীর। মেয়ে রাহা রণবীরের জীবন দর্শনকে পালটে দিল। বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন তিনি। ঋষিকে যে তিনি প্রতি মুহূর্তে মিস করেন, নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন। অন্যদিকে, বার বারই তিনি বলেন, মেয়ে রাহার কাছে আদর্শ বাবা হতে চান তিনি। সেই কারণেই আপদমস্তক নিজেকে বদলে ফেলেছেন রণবীর। ফিল্মফেয়ারের মঞ্চে সেই বদলেরই ঝলক দেখা গেল।

Advertisement

[আরও পড়ুন: ফিল্মফেয়ারে ব্যারিকেড ভেঙে কার্তিকের গায়ে আছড়ে পড়ল ভক্তরা, ধুন্ধুমার কাণ্ড! দেখুন ভিডিও]

এদিন রণবীর বলেন, ”প্রতিটা দিন তোমাদের স্বরণ করি। প্রতিটা সময় বেঁচে থাকি তোমাদের জন্য। আমার বাবা ও আমার মেয়ে। এই পুরস্কার তোমাদের জন্যই।” রণবীর আরও বলেন, ”যেদিন রাহা জন্মায়। তার দুদিন বাদেই অ্য়ানিম্যাল ছবির শুটিং শুরু করি। ফ্লোর থেকে ফিরেই রাহার সঙ্গে সময় কাটাতাম। সেই মুহূর্তগুলো জীবনের সম্পদ।”

[আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে নিক জোনাসকে আটকাল নিরাপত্তারক্ষী! ভারতে এসে বিপাকে প্রিয়াঙ্কার স্বামী?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement