সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা গিয়েছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘রামায়ণ’ ছবির ভবিষ্যৎ নাকি অন্ধকার! শুটিং শুরুর আগেই চম্পট দিয়েছিলেন প্রযোজক। সেই খবর চাউর হতেই মাথায় হাত পড়ে অনুরাগীদের! এই বুঝি রণবীর কাপুরকে আর রাম অবতারে দেখার সুযোগ হল না। কিন্তু সম্প্রতি নেটপাড়ায় অভিনেতার তিরন্দাজি প্রশিক্ষণের ছবি ভাইরাল হতেই বোঝা যায় সব রটনা! নির্ধারিত সময়েই ‘রামায়ণ’ (Ramayana)-এর শুটিং শুরু হবে। বুধবার সেই ছবির সেট থেকেই ফাঁস হল ছবি।
শুরু হল রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর শুটিং। এই সিনেমা যে কাপুরনন্দনের ফিল্মি কেরিয়ারে নিঃসন্দেহে একটা মাইল ফলক হতে চলেছে, তা বেশ আন্দাজ করা হল। পরিচালক নীতিশ তিওয়ারির ম্যাগনাম অপাস-এর ঝলকে দেখা গেল দৈত্যাকার সেট। আক্রুতি সিং নামে জনৈকর প্রোফাইল থেকেই ফাঁস হয়েছে ‘রামায়ণ’-এর শুটের ছবি। দেখা গেল তৈরি হচ্ছে রামের প্রাসাদ। একাধিক স্তম্ভ, কাঠের দেওয়াল, মন্দিরের মতো গম্বুজ। তবে নজর কাড়ল ক্যাপশন। যেখানে লেখা- ‘রামায়ণ’-এর পয়লা দিন। সোমবার বডি ডাবলস এবং কলাকুশলীদের ফিল্ম সিটিতে ডাকা হয়েছিল। মঙ্গলবার রাম রণবীর কাপুর এবং রাবণ যশও এসেছিলেন সেটে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই যশ-রণবীরের গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট হবে। প্রথম দিন শুটিং শুরু আগে টিমের সদস্যদের নিয়ে একটা ছোট পুজোও করেছেন পরিচালক নীতিশ। আদিপুরুষ বিতর্ক থেকে শিক্ষা নিয়েই এবার ‘রামায়ণ’-এর ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না। কোনওরকম কসরত করতে বাকি রাখছেন না। বছর দুয়েক ধরেই এই সিনেমাকে ঘিরে নানা জল্পনা। ৫ বছর ধরে প্রি-প্রোডাকশনের কাজ চলেছে। বলিউডের অন্যতম বিগ বাজেট সিনেমা হতে চলেছে রণবীর কাপুরের ‘রামায়ণ’। তাই কোনওরকম তাড়াহুড়ো করেননি পরিচালক নীতিশ তিওয়ারি। রণবীরও তাই। তিরন্দাজি শিখছেন মন দিয়ে। মাসখানেক ধরেই মাছ-মাংস, মদ্যপান, ধূমপান ছেড়ে দিয়ে কড়া হোমওয়ার্কে ব্যস্ত অভিনেতা।
নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে কাস্টিংয়ে একটা বড় চমক অপেক্ষা করছে। সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। শোনা গিয়েছে, রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে। অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে। ওদিকে দশরথ-এর ভূমিকায় অমিতাভ বচ্চনের কথা শোনা যাচ্ছে। এই স্টার কাস্টিং যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতীয় দর্শকরা যে এক অন্যতম ম্যাগনাম অপাস উপহার পেতে চলেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। অমিতাভ বচ্চন, সানি দেওল, রণবীর কাপুর হোক বা যশ, বিজয় সেতুপতি ভারতীয় বিনোদুনিয়ায় প্রত্যেকের জনপ্রিয়তাই মারাত্মক। উপরন্তু নীতিশ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.