Advertisement
Advertisement
Alia Bhatt Ranbir Wedding

Ranbir Alia Wedding: গুঞ্জনে ইতি, রণবীর-আলিয়ার বিয়ের তারিখ নিশ্চিত করলেন নিতু কাপুর!

আলিয়াকে সেরা বউমা খেতাব দিলেন নিতু কাপুর।

Ranbir Kapoor’s mother confirmed that her son and Alia Bhatt are tying the knot tomorrow | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 13, 2022 9:37 pm
  • Updated:April 13, 2022 9:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক কবে হবে রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পরবেন আলিয়া ও রণবীর। হঠাৎই জানা গেল, ১৭ নয়, ১৫ এপ্রিলই শুভদৃষ্টি সারবেন এই দুই তারকা জুটি। তবে এবার আর গুঞ্জন নয়। রণবীরের মা নিতু কাপুরই স্পষ্ট জানিয়ে দিলেন ১৪ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবারই রণবীরের গলায় মালা দেবেন আলিয়া।

প্রথম থেকেই ছেলের বউ হিসেবে আলিয়াকে পছন্দ করেন নিতু। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন আলিয়া ও নিতু। তবে এই প্রথম প্রকাশ্যে রণবীরের মা নিতু কাপুর জানিয়ে দিলেন, আলিয়াই সেরা বউমা। তবে শুধু রণবীরের মা নন, রণবীরের বোন রিধিমাও আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। রিধিমা জানিয়েছেন, আলিয়া ভীষণ মিষ্টি একটি মেয়ে।

Advertisement

[আরও পড়ুন: দেব ও ছেলে তৃষাণজিৎকে সঙ্গে নিয়ে ‘কিশমিশে’র গানে নাচ প্রসেনজিতের, ভাইরাল ভিডিও ]

কোথায় হবে রণবীর-আলিয়ার বিয়ে, তা নিয়েও বিস্তর চর্চা। সেজে উঠেছে আর কে স্টুডিও, আর কে হাউস ও রণবীরের আবাসন ‘বাস্তু’। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, আর কে হাউসেই হতে পারে বিয়ের অনুষ্ঠান। কারণ সেখানেই রণবীরের বাবা-মা ঋষি এবং নিতু কাপুরের বিয়ে হয়েছিল। এদিকে আবার ‘বাস্তু’তে ঢোকার আগে আবার সমস্ত কর্মীদের মোবাইলের ক্যামেরায় স্টিকার বসিয়ে দেওয়া হচ্ছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছেলের বিয়ের জন্য দিল্লি থেকে শেফ আনিয়েছেন নিতু কাপুর। ভারতীয় ছাড়াও ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান পদ থাকবে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের অনেকে আবার নিরামিশাষী। সেকথা মাথায় রেখে নিরামিষ পদও রাখা হচ্ছে। শোনা গিয়েছে, আলিয়া ও রণবীরের বিয়েতে ২৮ জন থাকবেন নিমন্ত্রিতের তালিকায়। আলিয়ার কাকা রবীন ভাট সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, নিকট বন্ধু ও আত্মীয়রাই আসবেন রণবীর ও আলিয়ার বিয়েতে। রণবীর-আলিয়ার বিয়ের ঠিক আগেই তাঁদের একটি রোম্যান্টিক ভিডিও পোস্ট করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: সাদা-কালো শাড়িতে লাস্যময়ী সোহিনী, ‘গাঙ্গুবাই’য়ের সঙ্গে তুলনা নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement