Advertisement
Advertisement
Animal Movie OTT

জানেন, কীভাবে দেখতে পাবেন ‘অ্যানিম্যাল’-এর ডিলিটেড দৃশ্য?

মাত্র দুদিনেই দুশো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি।

Ranbir Kapoor’s 'Animal' OTT version reportedly to be 30 minutes longer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 3, 2023 8:47 pm
  • Updated:December 3, 2023 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জান্তব গর্জনেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (Animal Movie)। মাত্র দুদিনেই দুশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে তিন ঘণ্টা ২১ মিনিটের ছবি। কিন্তু এই ছবির দৈর্ঘ্য ছিল প্রায় চার ঘণ্টা। হ্যাঁ, কাট-ছাঁট করেই সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’। কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর নাকি খুব শিগগিরিই পাওয়া যাবে।

Animal-Movie-2

Advertisement

কীভাবে? ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শুরুতেই স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’। আর সেই ভার্সানে তিরিশ মিনিট অতিরিক্ত থাকবে। যদি এই খবর সত্যি হয়, তাহলে ‘অ্যানিম্যাল’-এর ডিলিটেড দৃশ্য OTT প্ল্যাটফর্মেই দেখতে পাবেন দর্শকরা।

[আরও পড়ুন: মা হওয়ার পর কেমন আছেন শুভশ্রী? ছবি শেয়ার করে জানালেন মনের কথা]

‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট নিয়েই সেন্সরের ছাড়পত্র পেয়েছিল ‘অ্যানিম্যাল’। এর পর আবার শোনা গিয়েছিল, ‘A’ সার্টিফিকেট সত্ত্বেও ছবির একাধিক দৃশ্য বাদ দিতে বলা হয়েছিল। এই তালিকায় রশ্মিকা মন্দানা ও রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্যও নাকি ছিল। শোনা যায়, রশ্মিকার চরিত্রটি পরিণীতি চোপড়াকে অফার করা হয়েছিল। কিন্তু অভিনেত্রী তা নাকচ করে দেন। সে যাই হোক, এখন শুধুই সাফল্যের গাথা ‘অ্যানিম্যাল’।

Animal-Movie-3

তবে ‘অ্যানিম্যাল’-এর এত সাফল্যের পরও একটি আক্ষেপ রয়ে গিয়েছে নীতু কাপুরের। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, “ঋষিজি (ঋষি কাপুর) যদি ছেলের এই সাফল্য দেখে যেতে পারতেন…।” এদিকে বাবার এই সাফল্যকে টেক্কা দিয়েছে ছোট্ট রাহা। সেই সুখবর আবার জানিয়েছেন আলিয়া ভাট। কী করেছে তারকা সন্তান? হাঁটতে শিখে গিয়েছে সে।

[আরও পড়ুন: ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা’, নিজের ছবির সংলাপেই পরমকে শুভেচ্ছা চিরঞ্জিতের! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement