Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘অ্যানিম্যাল’? বক্স অফিস কাঁপাতে তৈরি রণবীর

১ ডিসেম্বর মুক্তি পাবে রণবীরের 'অ্যানিম্যাল'।

Ranbir Kapoor’s 'Animal' movie earns Rs 6.40 crore in advance booking, sells 2 lakh tickets | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 27, 2023 7:21 pm
  • Updated:November 27, 2023 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই হইচই নেটপাড়ায়। রণবীরের মারকুটে অবতার দেখে একেবারে হতবাক তাঁর অনুরাগীরা। শুধু রণবীর নন, ছবিতে ববি দেওলের লুক দেখেও কাত হয়েছেন অনেকে। ‘অ্যানিম্যাল’ ঘিরে জল্পনা, এই ছবি বলিউডের সব ছবিকে চ্যালেঞ্জ ছুঁড়বে।

এই জল্পনা যে সত্যি হতে পারে, তাঁর ইঙ্গিত রয়েছে অগ্রিম বুকিংয়েই। শনিবার থেকেই গোটা দেশে ‘অ্যানিম্যালে’র অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। বক্স অফিসের হিসেব বলছে, এরই মধ্যে এই ছবির ঝুলিতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা। শুধু তাই নয়, ইতিমধ্য়েই ২ লাখের উপরে টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির দিনই অর্থাৎ ১ ডিসেম্বর ৫০ কোটির ব্যবসা করবে রণবীরের ‘অ্যানিম্যাল’।

Advertisement

[আরও পড়ুন: তুতো বোন রানির সঙ্গে ‘তু তু ম্যায় ম্যায়’! ‘কফি উইথ করণ’ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি কাজলের]

প্রসঙ্গত, হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন দর্শকরা। পয়লা ডিসেম্বরের অপেক্ষায় হা পিত্যেশ করছেন সকলে! তাই ২৫ নভেম্বর, শনিবার থেকে অগ্রীম বুকিং শুরু হতেই তোলপাড়। দিল্লি, মুম্বই-সহ দেশের একাধিক মেট্রো সিটিতে ‘অ্যানিম্যাল’-এর টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা অবধি। যা কিনা অবিশ্বাস্য!

[আরও পড়ুন: ‘৩ খানের মধ্যে একা শাহরুখই ভারতকে ভালোবাসে, তবে টাকাটাও বোঝে!’, বিস্ফোরক অভিজিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement