Advertisement
Advertisement

Breaking News

Celeb Hairstylist

ভিকি-রণবীরের হেয়ার স্টাইলিংয়ের খরচে আপনি থাইল্যান্ড ঘুরে আসতে পারেন, জানেন কত?

OMG! দুই বলিউড তারকার স্যাঁলোর খরচ শুনলে তাজ্জব হবেন।

Ranbir Kapoor, Vicky Kaushal’s hairstyle cost lakhs, reveals celeb hairstylist Aalim Hakim
Published by: Sandipta Bhanja
  • Posted:April 6, 2024 8:16 pm
  • Updated:April 6, 2024 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেয়ার স্টাইলিং নিঃসন্দেহে লুক সেটের ক্ষেত্রে অতিগুরুত্বপূর্ণ একটা বিষয়। তারকাদের ক্ষেত্রে সেটা আরও বেশি করে প্রযোজ্য। নিজেদের গ্ল্যামার ধরে রাখতে হলিউড-বলিউড হোক বা টলিউডের তারকারা, সকলেই কারি কারি টাকা খরচ করেন। সলমন খান, রণবীর কাপুর (Ranbir Kapoor) কিংবা প্রভাস নিজেদের হেয়ার কাটে কত টাকা ঢালেন মাসে মাসে কোনও ধারণা আছে? সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম (Hairstylist Aalim Hakim) যে হাঁড়ির খবর দিলেন, তাতে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য!

Advertisement

হাকিম ‘ওয়ার’ ছবির জন্য হৃতিকের হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন। শাহিদ কাপুর তাঁর কাছে গিয়েছিলেন ‘কবীর সিং’য়ের জন্য। গতবছর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-ছবির ‘আজিজ’ লুক তৈরিতেও তাঁর অবদান রয়েছে। যে চরিত্রকে আলাদা করে দর্শকরা মনে রেখেছেন চুলের ছাঁটের জন্যই। এই সিনেমায় ববি দেওলের হেয়ার স্টাইলও হাকিমেরই করা। ‘সাম বাহাদুর’-এর লুক সেটের আগে ভিকি কৌশলও তাঁর কাছেই গিয়েছিলেন। সেই সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্টই জানালেন তারকাদের ‘অন্দর কি বাত’! বললেন, “আমার পারিশ্রমিক শুরুই হয় ১ লক্ষ টাকা থেকে।” 

[আরও পড়ুন: ব্রাজিল সুন্দরীর সঙ্গে রাতভর পার্টিতে মত্ত আরিয়ান! শাহরুখপুত্রকে উড়ন্ত চুমু ‘ওগো বিদেশিনী’র]

বিরাট কোহলির সঙ্গে আলিম হাকিম

হাকিম বলছেন, “বলিউড হোক বা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, ৯৮ শতাংশ তারকারাই আমার খদ্দের। সকলেই জানেন আমি কত টাকা নিই একটা হেয়ার স্টাইল সেট করতে। কমপক্ষে ১ লক্ষ টাকা থেকে শুরু হয়। সলমন, অজয় দেবগন, ফারদিন খান, সুনীল শেট্টিরা বিগত ২০ বছর ধরে আমার ক্লায়েন্ট। নাপিত বদলানোর মতো ওঁরা আমাকে কখনই বদলে ফেলেননি।” আইপিএল-এর মরশুমে বিরাট কোহলির কুল লুকের নেপথ্যের  কারিগরও এই আলিম হাকিমই।

[আরও পড়ুন: মা কাজল শান্তিনিকেতনে শুটিংয়ে ব্যস্ত, দিদা তনুজাকে সামলাচ্ছে যুগ! সুশিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement