সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রঙের উৎসবে যোগ দেননি রণবীর-আলিয়া। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়েই তড়িৎ গতিতে আলিবাগ থেকে মুম্বই ছুটে গিয়েছিলেন। কঠিন সময়ে পিতৃহারা বন্ধুর পাশে থেকেছেন দিনভর। আর দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যেই রণবীর কাপুর একেবারে সাদমাটা পাশের বাড়ির ছেলের মতো দেখা গেল।
পদবীর জন্য শৈশব থেকেই সুপারস্টার রণবীর কাপুর। বরাবর চর্চার শিরোনামে। একসময়ে রণবীর কাপুর (Ranbir Kapoor) ছিলেন ‘রমণীমোহন’! বিটাউনের কানাঘুষো গুঞ্জন থেকে কফি কাউচের চর্চা অন্তত সেদিকেই ইঙ্গিত করে। তবে সময় বদলেছে। এখন তিনি আদ্যোন্ত ‘ফ্যামিলি ম্যান’। শ্বশুর মহেশ ভাট আগেভাগেই রণবীরকে বিশ্বের ‘সেরা বাবা’র তকমা দিয়েছেন। এমনকী আলিয়া ভাটও সম্প্রতি জানিয়েছেন মেয়ে হওয়ার পর মানুষ হিসেবেও একেবারে বদলে গিয়েছেন রণবীর। বছর দুয়েক ধরে বিতর্কের শিরোনামেও নেই তিনি। এবার বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় একেবারে পাশের বাড়ির ছেলের মতোই দেখা গেল তাঁকে। শেষ কবে সুপারস্টার কাপুরনন্দনকে এতটা আন্তরিক দেখা গিয়েছে? মনে করতে পারছে না নেটপাড়া! শেষযাত্রায় বন্ধুর বাবাকে কাঁধ দিতে দেখা গেল অভিনেতাকে। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দাবানল গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। যা দেখে রণবীর কাপুরের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।
দোলের দিন যখন গোটা দেশ রঙের উৎসবে মেতে, তখন বলিউডের মুখার্জি পরিবারে শোকের ছায়া। প্রয়াত দেব মুখোপাধ্যায়। রঙের উৎসবের দিন তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শোকের ছায়া। দোল উদযাপন ছেড়ে বলিউডের একাধিক তারকা হাজির হয়েছেন জুহুর পবনহংস শ্মশানে। কারণ সেখানেই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। কাকার প্রয়াণের খবর পেয়ে ছুটে এসেছেন কাজল, রানি মুখোপাধ্যায়রাও। গতকালই দোল উদযাপনের জন্য রণবীর-আলিয়া পাড়ি দিয়েছিলেন আলিবাগের রিসর্টে। কিন্তু শুক্রবার সাতসকালে অয়নের বাবার মৃত্যুর খবর পেয়েই সব ফেলে সেখান থেকে মুম্বইতে ছুটে এসেছেন কাপুরদম্পতি।
View this post on Instagram
‘ব্রহ্মাস্ত্র’ পরিচালকের সঙ্গে বরাবরই রণবীর-আলিয়ার সুসম্পর্ক। একেবারে পরিবারের সদস্যর মতোই। কারণ অয়ন মুখোপাধ্যায়ের সেট থেকেই তাঁদের প্রেমের শুরুয়াত। রণবীর-আলিয়ার সম্পর্কের প্রথম দিন থেকে সাক্ষী অয়ন। এমনকী আলিয়া যখন শহরে থাকেন না কিংবা রণবীর ব্যস্ত থাকেন তাঁর শুটিং নিয়ে, তখনও খুদে রাহা দিব্যি ‘অয়নমামা’র সঙ্গে ইতি-উতি ঘুরে বেড়ায়। তাই অয়নের পিতৃবিয়োগ যে তাঁদের কাছেও স্বজনবিয়োগ, তা বলাই বাহুল্য। তাই তো এদিন রং খেলা ছেড়ে আলিবাগ থেকে সোজা পবনহংস শ্মশানে চলে এসেছেন তাঁরা। শুধু তাই নয়, শেষযাত্রায় দেব মুখোপাধ্যায়কে কাঁধ দিতেও দেখা গেল রণবীর কাপুরকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.