Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

নতুন ‘রামায়ণে’ রামের চরিত্রে অভিনয়, মদ, মাংস, সিগারেট ছাড়লেন রণবীর!

রণবীরের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা সাই পল্লবীকে।

Ranbir kapoor to stop consuming meat and alcohol to play lord ram in ramayana| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 10, 2023 2:44 pm
  • Updated:October 10, 2023 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভাস-কৃতী স্যাননের আদিপুরুষ ছবি ডাহা ফ্লপ হওয়ার পর থেকেই পরিচালক নীতিশ তিওয়ারি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। একবার তো ভেবেই ছিলেন রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি দেবেন। এমনকী, তেমনটাই জানিয়ে ছিলেন রণবীর কাপুরকেও। তবে আপাতত, সে সব দুশ্চিন্তায় ইতি। রীতিমতো মনে সাহস জুগিয়েই বড়পর্দায় রামায়ণ আনতে চলেছেন নীতিশ। আর পরিকল্পনা অনুযায়ীই নীতিশের রামায়ণের রাম রণবীর এবং সীতা হলেন দক্ষিণী তারকা সাই পল্লবী।

তবে খবরটা হল, এই ছবিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করলেন রণবীর। সূত্রের খবর, রামের চরিত্রে অভিনয়ের জন্য মদ, সিগারেট, মাংস ছাড়লেন রণবীর। এমনকী, রামের অবতারে অভিনয়ের জন্য বিশেষ মেডিটেশনও করছেন নাকি রণবীর।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

ওম রাউতের ‘আদিপুরুষ’-এর পর বলিউডে আরও একটি ‘রামায়ণ’ তৈরি হতে চলেছে। সম্প্রতি সেকথা ঘোষণা করেছেন নীতেশ তিওয়ারি। যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে আলিয়া ভাটের কথা ভেবেছেন নির্মাতারা। প্রাথমিক স্তরে কথাও এগিয়েছে। কেমন চলছে সেই সিনেমার প্রস্তুতি পর্ব? সম্প্রতি সেইপ্রসঙ্গে কথা বলতে গিয়েই পরিচালক জানান, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যে কোনও পরিচালকের জন্যই যে রামায়ণ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। কাজে হাত দেওয়ার আগে দু’বার ভাববেন তাঁরা। এমন উত্তপ্ত আবহাওয়ায় নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, “দেখুন, আমি যে কন্টেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।”

[আরও পড়ুন: শুটিংয়ে হয়রানি! বিতর্কের জেরে বাংলাদেশের ছবি থেকে বাদ সায়ন্তিকা? মুখ খুললেন নায়ক ও পরিচালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement