Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

নিজের রেকর্ড তো বটেই, ‘জওয়ান’ শাহরুখকেও টেক্কা দিলেন রণবীর কাপুর, কেন এগিয়ে ‘অ্যানিম্যাল’?

কোন প্রেক্ষিতে শাহরুখের থেকে এগিয়ে রণবীর?

actor Ranbir Kapoor to have biggest release in US with 'Animal' | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 8, 2023 6:41 pm
  • Updated:November 8, 2023 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশ সালে শাহরুখ খানের বৃহস্পতি তুঙ্গে। ‘জওয়ান’, ‘পাঠান’ -এর মতোএকের পর এক হিট সিনেমা দিয়ে বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়েছেন। দেশে তো বটেই, এমনকী বিদেশের মাটিতেও কিং খানের ছবি এবছর এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা সিনেমার তকমা বাগিয়ে নিয়েছে। যদিও আমির খানের ‘দঙ্গল’ রেকর্ড ছাড়াতে পারেনি! তবে এবার শাহরুখকেও ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড গড়লেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।

‘অ্যানিম্যাল’ (Animal) ছবির দৌলতেই শাহরুকের রেকর্ড ভেঙে দিলেন রণবীর। টিজারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি আমেরিকাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছেন রণবীর। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারও আগে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ রিলিজ করেছিল আমেরিকার ৮১০টি হলে। সেদিক থেকেই শাহরুখ খানকে ছাপিয়ে গিয়েছেন রণবীর।

Advertisement

[আরও পড়ুন: ইদ নয়, এবার দিওয়ালিই ‘বাজি’ সলমনের, হঠাৎ কেন স্ট্র্যাটেজি বদল?]

প্রসঙ্গত, প্রথমবার রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। সিনেমার স্টার কাস্টও দারুণ। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে পয়লা ঝলকে ববি দেওলও তুখড়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুটি গান ‘সাতরঙ্গা’ এবং ‘হুয়া ম্যায়’ও বেশ জনপ্রিয় হয়েছে। স্বাভাবিকভাবেই ‘অ্যানিম্যাল’কে ঘিরে একটা উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে। আগামী ২ ডিসেম্বর রিলিজ করছে এই ছবি।

[আরও পড়ুন: নেশায় ডুবে গিয়েছিলেন ববি দেওল! কেন হয়েছিল এমন অবস্থা? করণের প্রশ্নে কেঁদে ফেললেন অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement