Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’

'দিলদরিয়া' রণবীর কাপুর। কী করলেন? দেখুন।

Ranbir Kapoor takes Rs 6 crore Bentley for spin in Mumbai, give money to elderly man
Published by: Sandipta Bhanja
  • Posted:April 3, 2024 8:27 pm
  • Updated:April 3, 2024 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের (Ranbir Kapoor) ফিল্মি কেরিয়ারে সুসময়। তেইশের ডিসেম্বরে ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ উপহার দেওয়ার পর এবার ‘রাম’ হওয়ার জন্য কড়া হোমওয়ার্কের মধ্যে রয়েছেন অভিনেতা। কাজের অবসরে তাঁর সময় কাটে মেয়ে রাহাকে নিয়ে। আগের তুলনায় রণবীর যে বর্তমানে অনেক বেশি ‘ফ্যামিলি ম্যান’, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ওদিকে ‘কৃষ্ণারাজ’ ম্যানসনের কাজ নিয়েও ব্যস্ত রণবীর। এসবের মাঝেই বলিউড সুপারস্টারের বড় চমক!

সদ্য ‘রামায়ণ’-এর শুটিং শুরু করেছেন। আর তার প্রাক্কালেই ৬ কোটি টাকার গাড়ি কিনে ফেলেছেন রণবীর কাপুর। বুধবার সেই বিলাসবহুল ‘রথের’ই ঝলক দিলেন অভিনেতা। যা নিয়ে বিটাউনে জোর শোরগোল। এদিন মুম্বইয়ের রাস্তায় সেই লাক্সারি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন রণবীর। সুযোগ বুঝে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপ্পারাজিরা। নীল রঙের ‘বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভিএইট’ কিনেছেন তিনি। যে গাড়ির অন রোড দাম প্রায় ৬ কোটি টাকা। আর এক্স শোরুম প্রাইজ ৫.২ কোটি। ঠিক যেমনটা ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর চরিত্র রণবিজয় সিংয়ের বিলাসবহুল গাড়ির শখ ছিল। বাস্তবেও রণবীরের সেরকম শখ রয়েছে। তারই প্রমাণ মিলল এবার।

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিংয়ে মোমো-থুকপায় মজে বাবিল খান! স্থানীয়দের সঙ্গে চুটিয়ে আড্ডা ইরফানপুত্রর]

তবে এত দামি গাড়ি কেনার পাশাপাশি ‘দিলদরিয়া’ হওয়ার প্রমাণও দিলেন রণবীর কাপুর। বহুমূল্য গাড়ি কিনলেও তাঁর মনও যে সেরকমই দামি, সেটাও বুঝিয়ে দিলেন অভিনেতা। রণবীরের গাড়ির সামনে আচমকাই এসে পড়েন এক বৃদ্ধ। ফিরিয়ে দেননি বলিউড সুপারস্টার। সেই বিলাসবহুল ‘রথ’ থামিয়ে দুস্থ মুসলিম বৃদ্ধকে টাকাও দিতে দেখা গেল রণবীর কাপুরকে। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই অভিনেতাকে কুর্নিশ অনুরাগীদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

[আরও পড়ুন: তাপসী পান্নুর মালাবদলের ভিডিও ফাঁস, কেন বিয়ে গোপন রেখেছিলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement