Advertisement
Advertisement
Ranbir Kapoor

মুকেশ আম্বানিই দিয়েছিলেন সাফল্যের টোটকা! ‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হতেই মুখ খুললেন রণবীর

নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবির রামের অবতার নিয়ে এখন ব্যস্ত রণবীর।

Ranbir Kapoor Shares Mukesh Ambani's BIGGEST Life Advice To Him| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 16, 2024 12:54 pm
  • Updated:February 16, 2024 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে বহুবছর পর হিটের মুখ দেখলেন রণবীর কাপুর। তার পর থেকে রণবীর একেবারেই বলিউড প্রযোজকদের তুরুপের তাস। এই মুহূর্তে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির রামের অবতার নিয়েই ব্যস্ত হয়েছেন ঋষিপুত্র। তার মাঝেই আলিয়া ও রাহার সঙ্গে সুখের সংসার। তবে রণবীর এসব সহজে অর্জন করেননি। এর নেপথ্যে রয়েছে এক গুপ্ত মন্ত্র। আর রণবীরকে এই গুপ্ত মন্তর দিয়েছেন মুকেশ আম্বানি! হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে গোপন তথ্য ফাঁস করলেন রণবীর কাপুর নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ”মুকেশ আম্বানি আমার জীবন দর্শন একেবারে বদলে দিয়েছেন। বলা ভালো মুকেশজি আমাকে নতুন জীবনপাঠ দিয়েছেন। উনি আমাকে একবার বলেছিলেন। ভালো কাজ করো, নম্র থাকো। সাফল্য যখন আসবে মাথা নত রেখো। কঠিন সময় বেশিদিন থাকে না। তাই ব্যর্থতাকে গায়ে মেখো না। মুকেশজির দেওয়া এই জীবনপাঠ আমাকে একেবারে বদলে ফেলেছে। আমি প্রতিটি মুহূর্তে এই দর্শন মেনে চলি। একটা মানুষ এমনি এমনি এত সফল হয় না। মুকেশজির মুখে এমন কথা না শুনলে বিশ্বাসই হতো না। অর্থের পাহাড়ে থেকেও মুকেশজি কতটা মাটির মানুষ সেটা আজ বুঝতে পারি। ”

Advertisement

[আরও পড়ুন: ‘আমরা মামা হবো কবে?’ সাংবাদিকদের প্রশ্নে হতভম্ব কৌশানী]

প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ অবতার ছেড়ে ইতিমধ্যেই ক্লিনসেভড হয়েছেন রণবীর। বলিউড মাধ্যম সূত্রে খবর, রামায়ণ-এর জন্যই এমন ভোলবদল। এই ছবিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য স্বেচ্ছাতেই বড়সড় ত্যাগ করেছেন রণবীর। রামের অবতারে অভিনয়ের জন্য নাকি বিশেষ মেডিটেশনও করছেন তিনি। শোনা যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’-এ বিভীষণের ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতিকে, হনুমান-এর চরিত্রে সানি দেওল, কুম্ভকর্ণ হচ্ছেন ববি দেওল, এদিকে সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী।

[আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে মুখ খুললেন দেব, কী বললেন টলিউডের ‘প্রধান’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement