Advertisement
Advertisement
Ranbir Kapoor

আলিয়ার সঙ্গে কবে সাত পাকে বাঁধা পড়ছেন? জানালেন রণবীর কাপুর

করোনা পরিস্থিতি না হলে চলতি বছরেই বিয়ে সেরে ফেলতেন দুই তারকা।

Ranbir Kapoor says he would have married girlfriend Alia Bhatt if pandemic not been there | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 24, 2020 2:41 pm
  • Updated:December 24, 2020 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই বছর কোনও সিনেমা মুক্তি পায়নি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’র মতো সিনেমার শুটিং করেছেন। কিন্তু মুক্তির পর্যায়ে কোনওটাই আসেনি। এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যের জন্য এতদিন বাদে ক্যামেরার সামনে প্রাণ খুলে মনের কথা বললেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। জানালেন, প্রেমিকা আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে নিজের বিয়ের পরিকল্পনা।

ভারচুয়াল সাক্ষাৎকারে রণবীর জানান, করোনা (CoronaVirus) পরিস্থিতি না হলে চলতি বছরেই আলিয়ার সঙ্গে বিয়ের পরিকল্পনা ছিল তাঁর। এতদিনে সাত পাকে ধরা দিতেন দুই তারকা। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। তাহলে কবে বিয়ে করছেন রণবীর-আলিয়া? প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, নিশ্চিত করে কিছু বলতে না পারলেও আগামী বছরেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর।  ‘ওভার অ্যাচিভার’ বলে আলিয়ার প্রশংসাও করেন রণবীর।

Advertisement

[আরও পড়ুন: করোনাকে পরাস্ত করে সুস্থতার পথে মুনমুন সেন, রয়েছেন কোয়ারেন্টাইনে]

মার্চ মাস থেকে অতিমারী (COVID-19) পরিস্থিতি শুরু হয়েছিল। ৩০ এপ্রিল বাবা ঋষি কাপুরকে (Rishi Kapoor) হারিয়েছেন রণবীর। বাবার সঙ্গে কাটানো শেষ দিনগুলোর কথা জানান তিনি। কীভাবে কেমোথেরাপির পর হাসপাতাল থেকে চুপচাপ দু’জনে হেঁটে ফিরতেন, সেই কথা স্মরণ করেন। বাবার কথা বলতে গিয়ে স্বভাব বিরুদ্ধভাবে আবেগপ্রবণও হয়ে পড়েন রণবীর।

করোনা পরিস্থিতির খুব বেশি প্রভাব রণবীরের জীবনে পড়েনি। কারণ, হিসেবে অভিনেতা জানান, তিনি এমনিতেই ঘরে নিজের মতো থাকতে পছন্দ করেন। তাই তাঁর তেমন কোনও অসুবিধা হয়নি। সাক্ষাৎকারে নিজের স্বপ্নের চরিত্রের কথাও জানান রণবীর। সেই প্রসঙ্গেই শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ (DDLJ) ছবির কথা স্মরণ করেন। কখনও সুযোগ পেলে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত রাজ মালহোত্রার চরিত্রটি করতে চান তিনি। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’র মুক্তির প্রতীক্ষায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি আলিয়ার সঙ্গে নিজের সম্পর্ককেও পরিণতি দিতে চান। তেমনই ইঙ্গিত সাম্প্রতিক এই সাক্ষাৎকারে দিলেন।   

[আরও পড়ুন: কলেজের মিষ্টি প্রেমের নতুন গল্প শোনাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রেম-টেম’, প্রকাশ্যে ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement