Advertisement
Advertisement

Breaking News

Shamshera Teaser

‘শামশেরা’র টিজারে দুর্ধর্ষ ডাকাত রণবীর, তীক্ষ্ণ চাহনিতে মাত করলেন তারকা

ছবিতে আবারও খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন সঞ্জয় দত্ত।

Ranbir Kapoor, Sanjay Dutt, Vaani Kapoor starer Shamshera Teaser is released | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 22, 2022 1:26 pm
  • Updated:June 22, 2022 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উসকো খুসকো মাথার চুল, মুখ ভরতি দাড়ি-গোঁফ। চোখের তীক্ষ্ণ চাহনি।  এভাবেই দুর্ধর্ষ ডাকাতের রূপ নিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কিছুদিন আগেই ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলারে শিবা হিসেবে দেখা গিয়েছিল তাঁর। এবার ‘শামশেরা’র (Shamshera)  টিজারে একেবারে ভিন্ন রূপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তারকা।

Shamshera

Advertisement

এমন লুকে এর আগে কখনও দেখা যায়নি রণবীরকে। ছবির ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন তিনি। সেই ধারা বজায় রইল টিজারে। ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের ওপর তৈরি হয়েছে ‘শামশেরা’র  চিত্রনাট্য। ছবিতে রণবীরের বিদ্রোহী মেজাজেই অভিনয় করছেন রণবীর। ডাকাতি পেশা হলেও নিজের মর্জির মালিক তাঁর চরিত্র। চোখের নিমেষে শত্রুকে ধরাশায়ী করতে পারে সে।  

Shamshera 1

[আরও পড়ুন: রোম্যান্টিক সিন করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঋতুপর্ণা! গোপন তথ্য ফাঁস করলেন প্রসেনজিৎ]

ছবিতে বিদ্রোহী রণবীরের সঙ্গী হিসেবে দেখা যাবে বাণী কাপুরকে (Vaani Kapoor)। ছবির টিজারে অবশ্য তাঁর দেখা সেভাবে পাওয়া যায়নি। তবে নজর কেড়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। আবারও একবার খলনায়কের ভূমিকায় তিনি বাজিমাত করেছেন। তাঁর লুকও বেশ নজরকাড়া।

Sanjay Dutt

আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘শামশেরা’ তৈরি করেছেন পরিচালক করণ মালহোত্রা। এর আগে ‘অগ্নিপথ’-এর মতো সিনেমা তৈরি করেছিলেন তিনি। সাধারণ দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল ছবিটি। নতুন এই ছবিটি দেড়শো কোটি টাকা বাজেটে তৈরি করেছেন করণ। রণবীর, বাণী, সঞ্জয় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ রাণা, সৌরভ শুক্লা, রণিত রায়, ত্রিধা চৌধুরী, পীতবাস ত্রিপাঠীর মতো তারকারা। ২২ জুলাই হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে ‘শামশেরা’। 

[আরও পড়ুন: বোনেদের প্রতি দাদার ভালবাসা অমূল্য, আবেগে ভরপুর অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’, দেখুন ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement