Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

রামের বেশে রণবীর, সীতা সাই পল্লবী, ফাঁস ‘রামায়ণে’র অন্দরমহল থেকে একগুচ্ছ ছবি

আহা নয়নাভিরাম! সেটে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ করেও লাভ হল না।

Ranbir Kapoor, Sai Pallavi's first look from Ramayana leaked in new pics from set
Published by: Sandipta Bhanja
  • Posted:April 27, 2024 1:36 pm
  • Updated:April 27, 2024 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামায়ণ’-(Ramayana)এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন বিগত তিন বছর ধরে। তাঁকে রঘুনন্দন বেশে কেমন লাগবে? সেই কৌতূহল বরাবর বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। রাম-সীতা লুকে রণবীর, সাই পল্লবীকে (Sai Pallavi) দেখার অপেক্ষায় চাতক পাখির দশা হয়েছিল ভক্তদের। শনিবার শেষমেশ অপেক্ষার অবসান। ‘রামায়ণে’র অন্দরমহল থেকে ফাঁস একগুচ্ছ ছবি। আহা নয়নাভিরাম!

কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। খালি গায়ে মেরুন-সোনালি পারের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। রামের অবতারে দেখা গেল রণবীর কাপুরকে। অন্যদিকে সীতা লুকে দারুণ মানিয়েছে সাই পল্লবীকে। মুখে স্মিত হাসি। রাম রণবীরের সঙ্গে রংমিলান্তি রঙের শাড়িতে দেখা গেল পরিচালক নিতিশ তিওয়ারির জানকীকে। গয়নায় সেজে জুটিতে ধরা পড়লেন গোপন ক্যামেরায়। আর সেই ছবিই আপাতত নেটপাড়ার রাজত্ব করছে। রণবীর, সাই পল্লবীর রাম-সীতা লুক যে অনুরাগীদের প্রত্যাশার পারড় আরও চড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

Advertisement

শোনা গিয়েছিল রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘রামায়ণ’ ছবির ভবিষ্যৎ নাকি অন্ধকার! শুটিং শুরুর আগেই চম্পট দিয়েছিলেন প্রযোজক। তবে সেসব আর্থিক জট কাটিয়ে মুম্বইতে দিন পনেরো আগেই শুরু হয়েছে ‘রামায়ণ’-এর শুটিং। তখন অবশ্য দশরথ-এর ভূমিকায় টেলিপর্দার রাম অরুণ গোভিলকে দেখা গিয়েছিল। রামের শৈশবের গাঁথা ক্যামেরায় ধরছিলেন নীতিশ। অপেক্ষা ছিল, রণবীর কাপুর কবে শুটিং শুরু করবেন, তার! দেখা গেল শনিবার থেকেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করলেন অভিনেতা।

[আরও পড়ুন: ভোট দিতে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা ‘KGF’ স্টার যশ, সই-সেলফির দাবিতে হন্যে ভক্তরা]

সেটে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ করেও লাভ হয়নি! ঠিক রাম-সীতার লুক ফাঁস হয়ে গিয়েছে। এই সিনেমা যে কাপুরনন্দনের ফিল্মি কেরিয়ারে নিঃসন্দেহে একটা মাইল ফলক হতে চলেছে, তা বেশ আন্দাজ করা হল। পরিচালক নীতিশ তিওয়ারির ম্যাগনাম অপাস-এর ঝলকে দেখা গেল দৈত্যাকার সেট। একাধিক স্তম্ভ, কাঠের দেওয়াল, মন্দিরের মতো গম্বুজ। সেখানেই দাঁড়িয়ে রাম-সীতা রণবীর, সাই পল্লবী।

[আরও পড়ুন: ৪ দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা’র সোধি, পুলিশের দ্বারস্থ পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement