Advertisement
Advertisement
Ranbir Kapoor

‘অ্যানিম্যাল’ থেকে ‘রাম’ হওয়ার প্রস্তুতি! রণবীরের নতুন লুকে ক্লিন বোল্ড নেটপাড়া

রণবীরের ভিডিও ভাইরাল।

Ranbir Kapoor new looks goes viral on social Media| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 1, 2024 2:09 pm
  • Updated:February 1, 2024 3:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে চশমা। ক্লিন সেভড লুক। ঠিক যেন সেই ‘জগ্গা জাসুসে’র রণবীর! ‘অ্যানিম্যাল’-এর উগ্রতা ঝেরে ফেলে, রণবীরের মুখে যেন ছড়িয়ে পড়েছে নম্রতা। হ্য়াঁ, সোশাল মিডিয়ায় রণবীরের নতুন অবতার ছড়িয়ে পড়তেই, নেটপাড়ায় শোরগোল। অনেকেই বলছেন, রণবীর যেন ঘড়ির কাঁটাকে পিছন দিকে টেনে নিয়ে গিয়েছেন।

বক্স অফিসে ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’। এই ছবির জন্য সম্প্রতি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর। এক মুখ দাড়ি। উগ্র চেহারার রণবীরের ‘অ্যানিম্যাল’ লুক প্রশংসা পেয়েছিল। সেই রূপই শরীর থেকে ঝেরে ফেললেন ঋষিপুত্র। সূত্রের খবর অনুযায়ী, রণবীরের এই রূপবদল নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্য। রামের অবতার নেওয়ার জন্যই দাড়ি কেটে একেবারে পুরনো লুকে ফিরলেন রণবীর।

Advertisement

[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই বাজিমাত বনশালির, দাপুটে গণিকার চরিত্রে মণীষা-সোনাক্ষীরা]

চলতি বছরে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু করবেন রণবীর। ইতিমধ্যে রাম হওয়ার জন্য লুক টেস্ট করেছেন। ‘রাম’-এর অবতার ছেড়েই ফের ‘অ্যানিম্যাল’ অবতারে যাবেন ২০২৫ সালে। তবে মানসিক ও শারীরিক প্রস্তুতি শুরু চলতি বছর থেকেই।

সূত্রের খবর, ‘অ্যানিম্যাল ২’ ছবির জন্য রণবীর একেবারে নতুন লুকে আসতে চলেছেন। শোনা যাচ্ছে, এবার আর মেদ ঝড়াবেন না তিনি, বরং মেদ জমাবেন নতুন চরিত্রের খাতিরে। বলিপাড়ার খবর অনুযায়ী, ২০২৫ সালে শুরু হবে ‘অ্যানিম্যাল ২’ ছবির শুটিং।

[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোটে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! বিদেশে মারকাটারি ব্যবসা ‘ফাইটার’-এর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement