Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

আলিয়ার ছবি তুলবেন না! রেগেমেগে পাপারাজ্জির হাত ধরে টানলেন রণবীর

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Ranbir Kapoor Loses His Temper At A Paparazzo, Pulls Him By His Arm
Published by: Akash Misra
  • Posted:October 26, 2024 2:42 pm
  • Updated:October 26, 2024 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত পাপারাজ্জিদের সঙ্গে ভালোই সম্পর্ক রণবীর কাপুরের। মুম্বই এয়ারপোর্ট হোক বা অনুষ্ঠান বাড়ি। পাপারাজ্জিদের দেখলে রণবীর শুভেচ্ছা বিনিময়ও করেন। অনেক সময়ই দেখা গিয়েছে, রণবীর পাপারাজ্জিদের নিয়ে মজাও করেছেন। তবে হঠাৎ এমন কী ঘটল যে ছবি শিকারিদের উপর রেগে লাল রণবীর! তবে কি শুধুই রাগলেন? নাহ, পাপারাজ্জির হাত ধরে টেনে সরিয়েও দিলেন। আর স্পষ্ট পাপারাজ্জিদের হুমকি দিলেন, আলিয়ার ছবি তুলবেন না!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে আলিয়াকে নিয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎই সামনে আসে এক ছবি শিকারি। তাঁকে সামনে দেখে রণবীর একেবারে রেগে লাল! ঝটপট আলিয়াকে গাড়িতে উঠতে বলে, পাপারাজ্জির হাত টেনে সরিয়ে দিলেন রণবীর।

Advertisement

শাশুড়ি সোনি রাজদানের বার্থডে ডিনারে সম্প্রতি হাজির ছিলেন রণবীর। সঙ্গে ছিলেন আলিয়াও। রেস্তরাঁর সামনে হুট করে পৌঁছে যান পাপারাজ্জিরা। ব্যস, ঠিক সেই সময়ই পাপারাজ্জিদের তাণ্ডবে রেগে যান রণবীর। আলিয়াকে গাড়িতে উঠিয়ে চম্পট দেন।

প্রসঙ্গত, জীবনে মেয়ে রাহা আসার পর থেকেই রণবীর-আলিয়ার সংসার একেবারে সোনার হয়ে উঠেছে। রণবীরও একের পর এক হিট দিচ্ছেন বক্স অফিসে, অন্যদিকে আলিয়ার ঝুলিতেও একের পর এক সাফল্য। আর এবার দিওয়ালিতে ছোট্ট মেয়ে রাহাকে সঙ্গে নিয়েই নতুন সফর শুরু করতে চলেছেন রণলিয়া। দিওয়ালির দিনই বড় সারপ্রাইজ দেবেন রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।

খবরে আগেই ছিল নতুন বাড়ি বানাচ্ছেন আলিয়া ও রণবীর। কয়েক মাস আগে সেই বাড়ির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আর এবার খবর দিওয়ালির দিনই সেই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছেন রণলিয়া ও রাহা। এমনকী, শোনা যাচ্ছে সেই নতুন বাড়িতে বড়সড় পার্টিও নাকি দেবেন তারকা দম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement