Advertisement
Advertisement
Ranbir Kapoor

Ranbir Alia Wedding: সেরা জামাই! রণবীরকে জড়িয়ে ধরলেন শ্বশুর মহেশ ভাট, প্রকাশ্যে রণলিয়ার বিয়ের আরও ছবি

প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে চর্চা যেন শেষই হচ্ছে না।

Ranbir Kapoor is the cutest damaad, Alia's father Mahesh Bhatt hugs Ranbir | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 16, 2022 11:07 am
  • Updated:April 16, 2022 11:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের এই মুহূর্তে সবচেয়ে চর্চিত দু’টি নাম রণবীর ও আলিয়া। প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও তাঁদের বিয়ে নিয়ে চর্চা যেন শেষ হচ্ছে না। বরং বিয়ের আরও কিছু ছবি সামনে আসতে আলোচনা আরও জমজমাট হয়ে উঠেছে। শুধু নতুন বর কনেরই নয়, প্রকাশ্য়ে এসেছে রণবীরের সঙ্গে শ্বশুর মহেশ ভাটের (Mahesh Bhatt) ছবিও।

রণবীরের মা নীতু সিংয়ের আগেই জানিয়ে দিয়েছিলেন, আলিয়াই তাঁর চোখে সেরা বউমা। কিন্তু জামাই রণবীরকে ঠিক কতখানি পছন্দ হয়েছে মহেশ ভাটের? সে উত্তর এবার পাওয়া গেল। মহেশকন্যা পূজা ভাটের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রণবীরকে জড়িয়ে ধরেছেন মহেশ। ক্যাপশনে লেখা, “নীরবেই যখন শোনা আর বলা যায়, তখন কথার কোনও প্রয়োজন নেই।” এই ছবিই যেন বলে দিচ্ছে, নীতু সিংয়ের মতোই মহেশও দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন রণবীরকে (Ranbir Kapoor)।

Advertisement

[আরও পড়ুন: হাঁসখালির নির্যাতিতার নাম প্রকাশ! বিজেপি নেত্রীকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের]

একগুচ্ছ প্রেম কাহিনিতে ইতি টেনে শেষমেশ রণবীরের ভালবাসার তরী কূল পেয়েছে আলিয়ার মনে। বৃহস্পতিবার বিকেল ৩ টে নাগাদ সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। আলিয়া নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রণবীরকে নিয়ে নতুন স্বপ্নের দেখার কথা লেখেন। ‘পরিবার ও কাছের মানুষদের সামনে আজ আমরা সাতপাকে বাঁধা পড়লাম। আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, আমাদের বাড়ি, আমাদের সেই বারান্দা, যেখানে আমরা ৫ বছর দারুণ সময় কাটিয়েছি। তবে এখানে শেষ নয়। একসঙ্গে এবার দু’জনে নতুন স্বপ্ন দেখার পালা। যেখানে ভালবাসা থাকবে, হাসি থাকবে, ঝগড়া থাকবে, একসঙ্গে সিনেমা দেখা থাকবে, ডিনার থাকবে। ভালবাসায় মোড়া হবে আমাদের জীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ভালবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।’

বিয়ের সাজে ঠোঁটে ঠোঁট রাখা ছবি পোস্ট করে হইচই ফেলে দিয়েছিলেন রণলিয়া। এবার সামনে এল বিয়ের আরও কিছু ছবি। যেখানে প্রাণ খুলে হাসছেন আলিয়া (Alia Bhatt)। আবার কোনওটায় ধরা পড়েছে দু’জনের খুনসুটির মুহূর্ত। প্রকাশ্যে মেহেন্দির অনুষ্ঠানের ছবিও। আলিয়ার দিদি শাহিন ভাট কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার দুই পছন্দের মানুষ সাতপাকে বাঁধা পড়েছে। আরও সুখে থাকো, এই কামনাই করি। দু’জনের জন্য অনেক ভালবাসা।” সব মিলিয়ে কাপুর ও ভাট পরিবারে এখন শুধুই আনন্দের আমেজ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত কত সেনা? জানাল ইউক্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement