Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor and Ramayana

‘রামায়ণ’-এর শুটিংয়ের জন্য নয়া লুকে রণবীর! ‘এই তো ভগবান রাম’, মন্তব্য ভক্তদের

ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করে দিয়েছে পরিচালক নীতেশ তিওয়ারি।

Ranbir Kapoor in new look before Ramayana shooting, Fans are excited

ছবি: সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:April 7, 2024 1:58 pm
  • Updated:April 7, 2024 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেছে ওজন। মুখে দাড়ি বা গোঁফের ছিটেফোঁটা নেই। কানে হীরের দুল। নতুন এই লুকেই স্ত্রী আলিয়ার পাশে দেখা গেল রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘এইতো ভগবান রাম আসছেন’, এমন মন্তব্য করা হয়েছে সোশাল মিডিয়ায়।

Ranbir

Advertisement

ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর শুটিং শুরু করে দিয়েছে পরিচালক নীতেশ তিওয়ারি। রামের ছেলেবেলার কাহিনি ক্যামেরাবন্দি করছেন তিনি। তার মাঝেই আবার ঘটেছে অঘটন। সেট থেকে ফাঁস শুটিংয়ের ছবি। তাতেই দশরথ হিসেবে অরুণ গোভিলকে দেখা যায়। লারা দত্তকে দেখা যায় কৈকেয়ী হিসেবে। শোনা গিয়েছে, সেট থেকে ছবি ফাঁস হওয়ায় বেজায় চটেছেন নীতেশ। নিয়েছেন কড়া পদক্ষেপ। সেটে মোবাইল নিষিদ্ধ করে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: জঙ্গলে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ, চার দিন ধরে ছিলেন নিখোঁজ!]

‘রামায়ণ’ নিয়ে নীতেশের ছবি তৈরির সাধ বহুদিনের। প্রায় ৫ বছর ধরে নাকি প্রি-প্রোডাকশনের কাজ করা হয়েছে। তার পর রামের ভূমিকায় রণবীর কাপুরের নির্বাচন। সীতা হিসেবে দক্ষিণী অভিনেত্রী সাঁই পল্লবীর নাম শোনা গিয়েছে। আর রাবণ হচ্ছেন ‘কেজিএফ’ স্টার যশ। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই যশ-রণবীরের গুরুত্বপূর্ণ দৃশ্যের শুট হবে। সেই সময় রণবীরের লুক ফাঁস হয়ে যাক, তা কোনওভাবেই চান না নীতেশ। সেই কারণে নাকি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Ranbir-Alia

শোনা গিয়েছে, নীতিশ-রণবীরের ‘রামায়ণ’ ছবির জন্য গান বাঁধবেন এআর রহমান। আর তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অস্কারজয়ী বিদেশি সুরকার হান্স জিমার। যিনি কিনা ‘দ্য লায়ন কিং’, ‘ডার্ক নাইট’-সহ একাধিক খ্যাতনামা সিনেমার আবহসঙ্গীতকার হিসেবে কাজ করেছেন। বছর দুয়েক আগে ‘ডুন’ ছবির জন্য পেয়েছেন অস্কার।

[আরও পড়ুন: ৭ থেকে ১৩ এপ্রিলের Horoscope: খরচ বেশি না অর্থলাভ? শরীর ভালো থাকবে? জানুন সাপ্তাহিক রাশিফল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement