Advertisement
Advertisement

Breaking News

Ranbir Alia

ইটালিতে মা-দিদির সঙ্গে মশগুল রণবীর, ছোট্ট রাহাকে নিয়ে মুম্বইয়ে একা আলিয়া! ‘বিরক্ত’ ভক্তরা

'শাশুড়ি' নীতুকে নিয়ে পোস্ট আলিয়ার। রণবীর কাপুরের উপর চটলেন ভক্তরা!

Ranbir Kapoor in Italy with mom Neetu Kapoor, sister Riddhima, Netizen missing Alia Bhatt | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 9, 2023 10:39 am
  • Updated:July 9, 2023 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ছিল নীতু কাপুরের জন্মদিন। সেই উপলক্ষেই মাকে সারপ্রাইজ দিতে ইটালিতে উড়ে গিয়েছেন রণবীর কাপুর। বিমানবন্দরে করজোড়ে পাপ্পারাজিদের কাছে অনুরোধ করেছিলেন অভিনেতা, তাঁর এই পরিকল্পনা যেন কিছুতেই ফাঁস না করেন তাঁরা। তাহলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শনিবার সন্ধেয় ছেলে-মেয়ে নিয়ে ইটালিতেই জন্মদিন পালন করেন নীতু কাপুর। তবে পারিবারিক আড্ডায় ‘কাপুরবধূ’ আলিয়া ভাট ‘মিসিং’! মুম্বইয়ে খুদে রাহাকে নিয়ে একা অভিনেত্রী। আর তাতেই বিরক্ত ভক্তরা।

মায়ের ৬৫ তম জন্মদিন উপলক্ষে রিধিমা কাপুর বেশ কিছু ছবি শেয়ার করেছেন নেটপাড়ায়। সেখানেই রণবীর কাপুরকে দেখা গেল মা-দিদির সঙ্গে সময় কাটাতে। রিধিমার মেয়ে সামারার সঙ্গেও অভিনেতাকে সাঁতার কাটতে দেখা গেল। আরেকটি ছবিতে রিধিমার স্বামী, মেয়ের সঙ্গে দেখা যায় রণবীর, নীতুকে। ফ্রেমে শুধু আলিয়া ভাটই নেই। কাপুরদের এই পারিবারিক ছবি-ভিডিও দেখেই অনুরাগীরা প্রশ্ন ছুঁড়েছেন, ‘আলিয়া কোথায়?’

Advertisement

[আরও পড়ুন: ‘আমার পাপ-পুণ্যের বিচার হবে ১০ জুলাই’, বড় ঘোষণা ‘জওয়ান’ শাহরুখের]

শনিবার ইটালিতে মা ও দিদিকে নিয়ে মধ্যাহ্নভোজনে গিয়েছিলেন রণবীর কাপুর। সেই ছবিও নেটপাড়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিদি রিধিমার পোস্টে অনেকেই তাঁদের মা নীতু কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে আলিয়ার অনুপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের একাংশের। এদিকে শাশুড়ির জন্মদিনের পার্টির পোস্ট শেয়ার করে আলিয়া ইনস্টা স্টোরিতে আক্ষেপ করেছেন তাঁর জন্মদিনের পার্টি ‘মিস’ করার জন্য। সেই প্রেক্ষিতেই সম্ভবত মেয়ে, স্ত্রীকে মুম্বইয়ে রেখে যাওয়ায় রণবীর কাপুরকে নিয়ে প্রশ্ন তুলেছেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Riddhima Kapoor Sahni (RKS) (@riddhimakapoorsahniofficial)

[আরও পড়ুন: বাড়িতে অভাব! তবুও লক্ষ লক্ষ টাকার গুটখার বিজ্ঞাপন ফেরান স্মৃতি ইরানি, কেন জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement