Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা রণবীর কাপুরের, কী মিল পেলেন প্রধানমন্ত্রী আর বাদশার মধ্যে?

চমকে দেওয়ার মতো তথ্য দিলেন ঋষিপুত্র!

Ranbir Kapoor Hails PM Narendra Modi, Compares Shah Rukh Khan To Him
Published by: Sandipta Bhanja
  • Posted:July 28, 2024 5:09 pm
  • Updated:July 28, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতি তিনি বোঝেন না। তাই নাকি রাজার নীতি নিয়ে অত মাথা ঘামান না। তবে ‘পার্টি-পলিটিক্সের’ ধারকাছ দিয়ে না গেলেও নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বড় ভক্ত রণবীর কাপুর (Ranbir Kapoor)। বলছেন, “এই বয়সেও ওঁর এত জীবনশক্তি দেখে শেখার মতো।” বিশেষ করে, মোদির চুম্বকের মতো আকর্ষণীয় ব্যক্তিত্বে বুঁদ ঋষিপুত্র।

এককথায়, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রণবীর কাপুর। সম্প্রতি নিখিল কামাথের পডকাস্ট চ্যানেলে প্রেম-বিচ্ছেদ, বিয়ে থেকে জীবনদর্শন নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দিয়েছিলেন বলিউড তারকা। সেখানেই রণবীরকে বলতে শোনা যায়, “আমি রাজনীতি নিয়ে অত বেশি ভাবি না। তবে প্রধানমন্ত্রীকে আমার খুব ভালো লাগে। একটা ঘটনা আমার মনে আছে। বছর চার-পাঁচ আগে আমরা পরিচালক, অভিনেতারা ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনি হয়তো দেখেন তিনি কীভাবে টিভিতে কথা বলেন, একজন দুর্দান্ত বক্তা মোদিজি। আমার মনে আছে, তিনি যখন এলেন, কীরকম চুম্বকের মতো আমাদের সকলকে মুহূর্তের মধ্যেই আকৃষ্ট করে নিলেন। ওঁর মধ্যে এই বিষয়টা রয়েছে। আলাদা আলাদা করে আমাদের সকলের ব্যক্তিগত বিষয়েও খোঁজ নিলেন উনি। আমার বাবার তখন বিদেশে ক্যানসারের চিকিৎসা চলছে। মোদিজি সেই প্রসঙ্গেও খুঁটিনাটি কথা জিজ্ঞেস করলেন। আলিয়া ভাট, করণ জোহর কিংবা ভিকি কৌশল, সকলের সঙ্গেই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করলেন। বুঝলাম উনি খোঁজ রাখেন আমাদের। একেবারে আপনজনের মতো মিশে গিয়েছিলেন আমাদের সঙ্গে।”

Advertisement

[আরও পড়ুন: ‘এটাই বিয়ের পোশাক হতে পারত’, অলিম্পিকে ভারতীয় পোশাক বিতর্কের মাঝেই ‘ফোড়ন’ তাপসীর!]

Happy Birthday Narendra Modi: Shah Rukh Khan asks PM to have fun

সেই সাক্ষাৎকারেই রণবীর ফাঁস করলেন যে মোদির সঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) একটা অদ্ভূত মিল রয়েছে। অভিনেতা জানান, “এটা হয়তো ওঁদের মতো সব মহান ব্যক্তিদের মধ্যেই থাকে। সকলের খোঁজ রাখার দরকার নেই, কিন্তু তবুও রাখেন। আলাদা করে সকলের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন। ঠিক যেমনটা শাহরুখ খানও করে থাকেন সবসময়ে। এটা ওঁদের ভালো মানসিকতার বহিঃপ্রকাশ।” রণবীর কাপুরের কথায় সায় দিয়ে নিখিল কামাথও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন মোদিকে নিয়ে।

[আরও পড়ুন: বন্ধ শুটিং! ক্ষুব্ধ কলাকুশলী, ফ্লোর বয়কটের হুঁশিয়ারি পরিচালকদের, এবার ময়দানে আর্টিস্ট ফোরাম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement