সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় ঢুঁ মারেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। পর পর বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। তবে এবার নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব, যা কিনা সকলের কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপুজো বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। সঙ্গে নেই আলিয়া বা রাহা। মণ্ডপে চুটিয়ে আড্ডা দিলেন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) সঙ্গে।
সম্পর্কে রানি অয়নের তুতোদিদি। সেই প্রেক্ষিতেই সুসম্পর্ক গড়ে উঠেছে মুখার্জি বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গেও। রানি হোক বা কাজল, দুই তারকাই অভিনেতার কাছে দিদিসম। সপ্তমীর সন্ধেয় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মণ্ডপে বসেই দেদার আড্ডা দিতে দেখা গেল রণবীর কাপুরকে। দুই তারকাকে খোশমেজাজে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেনি পাপারাজ্জিরা। রানির পরনে হলুদ সিল্কের শাড়ি। হাতে শাঁখাপলা। সিঁথিতে সিঁদুর। খোপায় জড়ানো জুঁইফুলের মালা। রানির সাজপোশাকে আদ্যোপান্ত বাঙালিয়ানা। অন্যদিকে রণবীর কাপুরের পরনে ধূসর পাঞ্জাবী। সাদা পাজামা। কপালে আশীর্বাদী সিঁদুরে টিপ। একে-অপরকে গালে গাল ঠেকিয়ে পুজোর শুভেচ্ছা জানালেন তাঁরা।
View this post on Instagram
মেয়ে রাহার এবার দ্বিতীয় পুজো। প্রথমবার মেয়েকে আড়ালে রেখেছিলেন রণবীর-আলিয়া। এবার কি মুখার্জিদের দুর্গাপুজোয় দেখা যাবে সপরিবারে তাঁদের? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। ভাইরাল ওই ভিডিওতেই দেখা গেল অভিনেতার হাতে প্রসাদের ফল- আপেল এবং কলা। ভক্তদের প্রশ্ন, মেয়ের জন্যই কি পুজোর প্রসাদ নিয়ে গেলেন রণবীর?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.