Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

ফের জুটি বাঁধছেন শ্রদ্ধা-রণবীর, ‘ধুম ৪’ -এর লুক প্রকাশ্যে

২০২৫ সালের বক্স অফিস কাঁপাতে তৈরি রণবীর-শ্রদ্ধা!

Ranbir Kapoor and Shraddha Kapoor Reunite for Dhoom 4
Published by: Akash Misra
  • Posted:October 15, 2024 9:10 pm
  • Updated:October 15, 2024 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে জুটি বেঁধে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিলেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এবার সেই সুপারহিট জুটিই ফিরতে চলেছে যশরাজ ব্যানারের ‘ধুম ৪’-এ। হ্য়াঁ, বলিউডে এমনই গুঞ্জন। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে রণবীরের ধুম লুক। যা দেখে অনুরাগীদের মধ্য়ে হইহই রব। ‘ধুম ৪’ ছবিতে যে একের পর এক চমক থাকবে, তা স্পষ্ট এই ঝলকেই।

লাগাতার ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এর পর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে মোটের উপর ব্যবসা করলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’ রিলিজের পর থেকেই রণবীর কাপুরের (Ranbir Kapoor) বৃহস্পতি তুঙ্গে! একের পর এক বিগ বাজেট প্রজেক্টের মুখ তিনি। নীতেশ তিওয়ারির মেগাবাজেট ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীরের ফাঁস হওয়া লুক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। রঘুনন্দন হওয়ার জন্য অবশ্য কম কসরত করেননি তিনি। আর শনিবার রণবীর কাপুরের ৪২তম (Ranbir Kapoor Birthday) জন্মদিনে আরও চমক! ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ (Dhoom 4) ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।

Advertisement

মাসখানেক ধরেই শোনা যাচ্ছে, বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ পর্বের প্রস্তুতি তুঙ্গে। এই ছবি নিয়ে বলিউডের অন্দরেও কৌতূহলের অন্ত নেই। মুখ্য চরিত্রে কোন সুপারস্টারকে এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে যশরাজ ফিল্মস? সেটাই দেখার অপেক্ষায় দর্শক অনুরাগীরা। এর আগে শাহরুখ খানের পাঠান, জওয়ান পারফরম্যান্স দেখে কিং খানকে কাস্ট করার কথা শোনা গিয়েছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়। গুঞ্জন অনেক! তবে রণবীর কাপুরের জন্মদিনেই সত্যিটা ফাঁস হল। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে কাপুরনন্দন নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aalim Hakim (@aalimhakim)

প্রসঙ্গত, ‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে! এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গিয়েছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যশরাজের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দু’টি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যথাক্রমে হৃতিক রোশন এবং আমির খান। এবার অ্যাকশন প্যাকড ‘ধুম ৪’ ছবিতে ধূসর চরিত্রে ২০২৫ সালের বক্স অফিস কতটা কাঁপাতে পারেন রণবীর কাপুর? চোখ থাকবে সেদিকে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement