Advertisement
Advertisement

Breaking News

Ranbir Alia Honeymoon

পাহাড় বা সমুদ্র নয়, রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে জঙ্গলে! জানেন কোথায়?

বলিউডে জোর গুঞ্জন ১৭ এপ্রিল সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।

Ranbir Kapoor and Alia Bhatt's Honeymoon Plans Revealed | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 7, 2022 8:03 pm
  • Updated:April 7, 2022 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ এপ্রিলই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের সব চর্চিত জুটি রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। খবর অনুযায়ী, রণবীর কাপুরের পৈতৃক বাড়ি অর্থাৎ আর কে হাউসেই বসবে আলিয়া ও রণবীরের বিয়ের আসর। বিয়েতে কী পরবেন এই জুটি, তা নিয়েও নানা জল্পনা। শোনা যাচ্ছে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর! এরই মধ্যে ফাঁস হয়েছে আলিয়া ও রণবীরের বিয়ের অতিথি তালিকাও। আর এবার বলিউডের হাওয়ায় আলিয়া ও রণবীরের হানিমুন নিয়ে তুমুল গুঞ্জন। রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়!

Ranbir Kapoor and Alia Bhatt wedding guest list

Advertisement

চলতি বছরের শুরুতেই আলিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন রণবীর। ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন আলিয়া। দক্ষিণ আফ্রিকার জঙ্গল সাফারি নাকি এতটাই ভাল লেগেছে আলিয়া ও রণবীরের, যে মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হিসেবে সেই জঙ্গলকেই বেছে নিলেন এই তারকা জুটি। তবে বিয়ে বা হানিমুন নিয়ে গুঞ্জনে নানা কথা শোনা গেলেও, এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: ‘আমার সম্মান আমিই বাঁচাব!’ অস্কার মঞ্চে উইল স্মিথের চড় নিয়ে মুখ খুললেন স্ত্রী জাডা]

আলিয়ার পরিবারের জন্যই এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। গুরুতর অসুস্থ আলিয়ার দাদু এন রাজদান। তিনি নাতনির বিয়ে দেখে যেতে চান। নাতজামাই হিসেবে রণবীরকেও তাঁর খুবই পছন্দ। সেই কারণেই তড়িঘড়ি এই বিয়ের আয়োজন।

গত কয়েক বছর ধরেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা খবর শোনা গিয়েছে। নিজেদের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেননি দুই তারকা। তবে এবারে বিয়ের খবর পাকা বলেই খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই বিয়ের শপিং শেষ করে ফেলেছেন রণবীর কাপুরের কাপুর ও ভাট পরিবার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? মুখ খুললেন হবু বরের ‘প্রাক্তন’ দীপিকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement