Advertisement
Advertisement
Kesariya Brahmastra

‘কেসরিয়া’র সুরে রণবীর-আলিয়ার রোম্যান্স, ‘ব্রহ্মাস্ত্র’র নতুন গানে মুগ্ধ করলেন অরিজিৎ

প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ।

Ranbir Kapoor, Alia Bhatt romances Brahmastra's new song Kesariya sung by Arijit Singh | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 17, 2022 4:18 pm
  • Updated:July 17, 2022 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের গানে অরিজিৎ সিংয়ের জুড়ি মেলা ভার। তা আবারও প্রমাণিত হল ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার নতুন গানে। ‘কেসরিয়া’ গানের টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রায় তিন মিনিটের গানে আলিয়া ও রণবীরের রোম্যান্স ধরা পড়ল ক্যামেরার সামনে।

Kesariya-Brahmastra-1

Advertisement

সপ্তাহ তিনেক আগে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছিল।  তাতে ‘কেসরিয়া’ গানের সামান্য ঝলক দেখা গিয়েছিল। তাতেই দর্শকদের মধ্যে গানটি নিয়ে প্রবল উৎসাহ তৈরি হয়। প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টচার্য। অর্থাৎ বাঙালির ব্রিগেডই গানটি তৈরি করেছেন।

[আরও পড়ুন: বড়পর্দায় সত্যান্বেষী হয়ে ফিরছেন আবির, দেখুন ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র টিজার]

বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ২০১৪ সালে ছবির ঘোষণা করা হয়েছিল। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।

Kesariya-Brahmastra-2

বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) শুটিং হয়েছে। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)  এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তার। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে। ‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)।  সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। 

[আরও পড়ুন: ‘মধ্যযুগে বাস করি? দু’টি মানুষ কাছে আসতে পারে না?’, সমালোচকদের কড়া জবাব ললিত মোদির ]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement