Advertisement
Advertisement

Breaking News

Ranbir Kapoor

১০ বছরের তিক্ততা মিটল! ইদে সলমনের বাড়িতে ‘রাম’ রণবীর, ‘ব্লকবাস্টার’ খবরের অপেক্ষায় ভক্তরা

ইদেই কাছাকাছি। সলমনের বাড়িতে রণবীরের সঙ্গে আলিয়াও।

Ranbir Kapoor, Alia Bhatt Make RARE Visit to Salman Khan's Flat
Published by: Sandipta Bhanja
  • Posted:April 12, 2024 2:45 pm
  • Updated:April 12, 2024 2:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রামায়ণ’-এর জন্য কড়া প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। প্রায় দম ফেলার সময় নেই অভিনেতার! তবে বৃহস্পতিবার সন্ধেয় সলমন খানের (Salman Khan) বাড়িতে ইদ উপলক্ষে ঢুঁ মারতে দেখা গেল সিনেপর্দার হবু ‘রাম’কে। স্ত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) নিয়েই ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন কাপুরনন্দন।

ক্যাটরিনা কাইফের দুই প্রাক্তনের মধ্যে তিক্ততা এখন অতীত! সলমন খান ব্যাচেলর থাকলেও যে যাঁর সংসারে ব্যস্ত। ইদের দিন ভাইজানের বাংলো থেকে ভাইরাল হল এক ছবি। যেখানে সলমনের বান্দ্রার বাড়ির এক কর্মীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে রণবীর-আলিয়াকে। আর সেই ছবিই বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভাইরাল ছবিতে দেখা গেল, রণবীর-আলিয়ার পরনে সাদামাটা পোশাক। সাধারণ সালোয়ারেই সেজেছেন অভিনেত্রী। ক্লিনসেভ লুকে ‘রাম’ রণবীর।

Advertisement

শুক্রবার সকালেই এই ছবি ফাঁস হয়। তারপর থেকেই অনুরাগীমহলে সলমন-রণবীরের একসঙ্গে কাজ করার জল্পনা তুঙ্গে। কারও ধারণা, ‘নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর কোনও চরিত্রেই হয়তো সলমনকে চাইছেন রণবীর কাপুর।’ কেউ বলছেন, ‘অ্যানিম্যাল ২’তে ভাইজানকে ক্যামিও চরিত্রের প্রস্তাব দিয়েছেন অভিনেতা।’ এক অনুরাগী বললেন, ‘একে-অপরের সঙ্গে ১০ বছর ধরে কথা বলতেন না। তার মানে ইদেই কাছাকাছি এলেন সলমন-রণবীর। তাহলে কি নতুন কোনও কাজ আসছে?’ পুরো বিষয়টাই যদিও এখনও জল্পনার স্তরে।

[আরও পড়ুন: ভোটের জন্য কাজলের সঙ্গে কাজ হাতছাড়া রুদ্রনীলের! নতুন ছবির জন্য ডাকলেন অজয় দেবগন]

What’s cooking?
byu/ACTRESSESKAKURSI inBollyBlindsNGossip

ওইদিনই দুপুরে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জনসমুদ্র তৈরি হয়েছিল। যার জেরে কাতারে কাতারে সেই লোক সামলাতে বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশকে। এরপর সলমন বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তেই জনঅরণ্যের মাঝে বিদ্যুৎ খেলে যায়! যা সামাল দিতে শেষমেশ লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ভাই আরবাজ খানও ইদের পার্টি দিয়েছিলেন। যেখানে সলমন নিজেও হাজির হন।

[আরও পড়ুন: ‘দাবাড়ু’র টিজারেই কিস্তিমাত! মিলল বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখরের জীবনযুদ্ধের ঝলক]]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement