Advertisement
Advertisement

Breaking News

Alia about Raha’s picture

‘লুকিয়ে রাখব না…’, কবে দেখাবেন মেয়ের মুখ? জবাব দিলেন আলিয়া

সোমবারই রণবীর-আলিয়ার মেয়ে রাহার প্রথম জন্মদিন।

Ranbir Kapoor, Alia Bhatt could release daughter Raha’s picture in the near future | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 5, 2023 9:34 am
  • Updated:November 5, 2023 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সোমবার এক বছরে পা দেবে রণবীর-আলিয়ার মেয়ে রাহা (Raha Birth Day)। মেয়ের মুখ কবে প্রকাশ্যে আনবেন? এতদিনে এই প্রশ্নের জবাব দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক সংবাদমাধ্যমের আয়োজিত সামিটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই জানান, খুব বেশি সময় রাহাকে আড়ালে রাখবেন না তিনি ও রণবীর।

Ranbir Alia

Advertisement

গত বছরের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। তার আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণলিয়া। সেই অনুযায়ী আগামিকাল অর্থাৎ সোমবার রাহার প্রথম জন্মদিন। মেয়ের মুখদর্শন প্রসঙ্গে কথা উঠতেই আলিয়া বলেন, “আমার মধ্যে এমন কোনও বিষয় নেই যে মেয়ের মুখ লুকিয়েই রাখব। লুকিয়ে রাখব না। ওকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই।”

[আরও পড়ুন: বাজপেয়ী হয়ে উঠতে টানা ৬০ দিন খিচুড়ি খেলেন পঙ্কজ ত্রিপাঠী! কেন এই সিদ্ধান্ত?]

তাহলে কেন মেয়ের মুখ দেখাননি? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আলিয়া। অভিনেত্রী জানান, রাহা এখন খুবই ছোট। মা ও বাবা হিসেবে তাঁরাও প্রতিদিন নতুন কিছু শিখছেন। ফলে এখনই তার মুখ সকলের সামনে আনতে চাননি। এর পরই আলিয়া বলেন, “এমনটা নয় যে আমরা সবসময় ওকে লুকিয়ে রাখব, কাউকে দেখতে দেব না। আমার মনে অভিভাবক হিসেবে আমাদের আরও একটু অভ্যস্ত হতে হবে। সেটা এখন হতে পারে, অদূর ভবিষ্যতে হতে পারে, যেকোনও সময় যখন আমরা নিজেদের ভালো বুঝব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

কারও কথায় প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেবেন না বলেও জানান আলিয়া। শোনা গিয়েছে, মেয়ের প্রথম জন্মদিন ঘরোয়া অনুষ্ঠানেই সারবেন রণলিয়া। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। কিন্তু বিশেষ দিনে মেয়ের মুখ দেখাবেন কি? উত্তর সোমবারই জানা যাবে।

[আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে আইনি নোটিস! নিজের চরিত্রে কাকে চান আধ্যাত্মিক গুরুর সঙ্গিনী আনন্দ শীলা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement