সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে দারুণ হিট ‘পাঠান’, ‘জওয়ান’। অন্যদিকে, আলিয়া তো এখন প্রযোজকদের কাছে হট ফেভারিট। অন্যদিকে ‘অ্য়ানিমেল’ ছবির টিজারে নতুন লুকে রণবীরকে দেখে রীতিমতো হইচই। যদি এমন হয়, এই তিন মহাতারকা একই ফ্রেমে! হ্য়াঁ, এমনটাই এবার দেখতে চলেছে দর্শক। ভাবছেন নতুন কোনও ছবি? কে পরিচালক?
মগজে নানা প্রশ্ন ঘোরার আগে ব্যাপারটা খোলসা করে বলা যাক। গপ্পোটা একেবারেই ফিল্মি নয়। বরং বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত। আসলে রণবীর, শাহরুখ ও আলিয়া একফ্রেমে এসেছেন একটি বিজ্ঞাপনের জন্য়ই। আর সেই বিজ্ঞাপনের ভিডিওই এখন সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ২৮ সেপ্টেম্বর রণবীর কাপুরের জন্মদিন। এদিনই প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞাপন। তবে চমক রয়েছে আরও। এই বিজ্ঞাপনের মিউজিক বানিয়েছেন, জওয়ান ছবি খ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।
View this post on Instagram
প্রসঙ্গত, ‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।
২ মিনিট ২৬ সেকেন্ডের এই টিজার একেবারে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে দর্শকদের। হিংস্রতা, রহস্য-রোমাঞ্চের পাশাপাশি অ্যাকশন সিকোয়েন্সেও ভরপুর রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর টিজার (Animal teaser)। ছবির সংলাপও কেতাদুরস্থ। আদ্যোপান্ত ঘরোয়া, সাদামাটা ছেলে থেকে কী করে বিপ্লবী হয়ে উঠতে পারে একজন মানুষ, সেই জার্নির কিছু ঝলক দেখা গেল। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে ‘অভিনেতা’ রণবীর কাপুরকে দেখা গেল ‘অ্যানিম্যাল’-এর টিজারে। রণবীর কাপুরের বাবার চরিত্রে অনিল কাপুর। প্রেমিকার ভূমিকায় রশ্মিকা মন্দানা। ববি দেওলকেও দেখা গেল ভিলেনের চরিত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.