Advertisement
Advertisement
রণবীর, ঋষি

মঞ্চে আবেগপ্রবণ রণবীর, সেরা অভিনেতার পুরস্কার উৎসর্গ অসুস্থ বাবাকে

বক্তব্য রাখতে গিয়ে কী বললেন রণবীর?

Ranbir gets emotional while giving his acceptance speech on Filmfare
Published by: Bishakha Pal
  • Posted:April 1, 2019 8:52 pm
  • Updated:April 1, 2019 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন মুম্বইয়ের বাইরে ঋষি কাপুর। গুরুতর অসুস্থ হওয়ায় বিদেশে চিকিৎসা চলছে তাঁর। আর এদিকে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার নিচ্ছেন ছেলে রণবীর কাপুর। মঞ্চে উঠে তাই আবেগপ্রবণ হয়ে পড়লেন পুত্র। কাছে না থাকা বাবাকে উৎসর্গ করলেন পুরস্কার।

দিন কয়েক আগেই সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘সঞ্জু’ ছবির জন্য এই কৃতিত্বের অধিকারী হন। মঞ্চে তাঁর নাম ঘোষণা হওয়া মাত্র উঠে সেই পুরস্কার গ্রহণ করেন৷ এপর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তারপরেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের বাবার কথা উল্লেখ করেন। বলেন, “এই পুরস্কারটা আমি আমার জীবনের বিশেষ ব্যক্তিদের উৎসর্গ করতে চাই। আমার বাবাকে দিয়ে শুরু করা যাক। এখন তিনি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। যখনই আমি তাঁর সঙ্গে কথা বলি, তিনি শুধু ছবির কথাই বলেন। শুধুই জিজ্ঞাসা করেন, এই ছবিটা কেমন হয়েছে? ওই ছবিটা কেমন চলছে?” এরপরই ভেঙে পড়েন অভিনেতা। জানান, ঋষি কাপুর ফের রুপোলি পর্দায় ফেরা নিয়ে অনিশ্চিয়তায় ভুগছেন। তিনি কবে ছবিতে ফিরবেন, আদৌ ফিরবেন কিনা, তা নিয়ে দ্বিধায় রয়েছেন। তিনি যখন সুস্থ হয়ে মুম্বাই ফিরবেন, সিনেমার অফার পাবেন তো? এই নিয়ে প্রায়ই ভাবেন ঋষি কাপুর। ছেলের সঙ্গে কথোপকথনে এসবই উঠে আসে৷

Advertisement

[ আরও পড়ুন: বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন এমি জ্যাকসন ]

গত বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান ঋষি কাপুর। টুইটে ভক্তদের সেকথা জানিয়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর দেশে ফিরে আসেননি৷ বিদেশে থাকাকালীনই অভিনেতার মা মারা যান৷ এমন একটি খবর শুনেও দেশে ফিরতে পারেননি৷ মাস দুই আগে অভিনেতা একটি বিনোদন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ঋষি কাপুর জানান, ‘‘আমার চিকিৎসা এখনও চলছে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, খুবই ক্লান্তিকর। এটার জন্য অসীম ধৈর্যের প্রয়োজন, যেটা আমার জন্য খুবই কষ্টের। আশা রাখি, আমি খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে উঠব। ঈশ্বর চাইলে আমি শীঘ্রই দেশে ফিরব। এই বিরতির সময়টা আমি কোনও সিনেমা নিয়ে চিন্তা করিনি। শুধুমাত্র চিন্তা থেকে নিজেকে দূরে রেখেছিলাম। এই বিরতিটা আমার জন্য একপ্রকার উপকারই হয়েছে।’’ তবে তাঁর ঠিক কী অসুখ হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। এর আগে তাঁর ঘরনি ক্যানসার নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ তারপর ঋষি কাপুরের বক্তব্য শুনে অনেকেই মনে করছেন, ক্যানসারই হয়েছে অভিনেতার৷ কাপুর পরিবারের কেউই চান না, এ বিষয়টি জানাজানি হোক৷ তাই নাকি রোগের নাম স্পষ্ট করে কিছু বলেননি ঋষি৷ কিন্তু বাবাকে নিয়ে ছেলের উদ্বেগ গোপন রইল না ফিল্মফেয়ার পুরস্কার প্রদানের অনুষ্ঠান মঞ্চে৷

[ আরও পড়ুন: বিচ্ছেদের খবরে মানহানি, মার্কিন ম্যাগাজিনকে আইনি নোটিস নিক-প্রিয়াঙ্কার ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement